TRENDING:

Lalgarh Case: নেতাইকাণ্ডে অভিযুক্ত তিন সিপিএম নেতার জেলমুক্তি, ফুল-মালায় বরণ সমর্থকদের

Last Updated:

Lalgarh Case: গত ২০১১ সালের ৭ জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে গুলিতে নিহত হন ন’জন গ্রামবাসী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লালগড়: প্রায় ৯ বছর পর মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে জামিনে মুক্তি পেলেন লালগড়ের নেতাই গণহত্যা মামলায় অভিযুক্ত তিন সিপিআইএম নেতা। বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা নাগাদ কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পেয়ে বাইরে বেরোতেই দলীয় নেতৃত্ব কর্মীরা তাঁদের সাদরে বরণ করলেন ফুলের মালা ও পুস্পস্তবক দিয়ে।
মু্ক্তি পাওয়া দুই সিপিএম নেতা
মু্ক্তি পাওয়া দুই সিপিএম নেতা
advertisement

আরও পডুন: মুখ্যমন্ত্রী তো দিয়েছেন, কিন্তু তিনি নেবেন কি? Z প্লাস নিরাপত্তা পেয়ে মহা ফাঁপরে অমর্ত্য সেন

আরও পড়ুন: বাজেট নিয়ে কি জ্যোতিষেই ভরসা রাখছে রাজ্য? দিন পরিবর্তন নিয়ে তুঙ্গে জল্পনা

প্রসঙ্গত, গত ২০১১ সালের ৭ জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে গুলিতে নিহত হন ন’জন গ্রামবাসী। সেই ঘটনায় খুনের অভিযোগ ওঠে ১৯ জন সিপিআইএম নেতাকর্মীদের বিরুদ্ধে। এরপর একে একে গ্রেফতার হন ১৯ জন অভিযুক্ত। দীর্ঘ ৯ বছর জেলে থাকার পর অবশেষে গত ৩১ শে জানুয়ারি হাইকোর্ট তিন সিপিআইএম নেতাকে জামিনের মুক্তির নির্দেশ দেন।

advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পেয়ে বেরোলেন ডালিম পান্ডে ও তপন দে। কাগজপত্রের ভুলের জন্য এদিন বেরোতে পারলেন না অনুজ পান্ডে। দলীয় সূত্রে জানা গেছে দু-একদিনের মধ্যেই তার কাগজপত্র প্রস্তুত হলেই তিনিও মুক্তি পাবেন।

Sovan Das

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lalgarh Case: নেতাইকাণ্ডে অভিযুক্ত তিন সিপিএম নেতার জেলমুক্তি, ফুল-মালায় বরণ সমর্থকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল