আরও পড়ুন: ৬ বছরের মেয়ের এভারেস্ট জয়!
এই সময় ছট পুজোর অন্যতম এলাকা বিহারে কলার দাম থাকে আকাশ ছোঁয়া। দাম যতই হোক তবুও যোগান দিয়ে কুলোতে পারেনা ওখানকার চাষিরা। ভরসা মধ্যপ্রদেশ, কর্ণাটক, বাংলা সহ অন্যান্য পার্শ্ববর্তী রাজ্যগুলি। তবে অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার কলার দাম তুলনামূলকভাবে কম আর সেই কারণেই পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে ছট পুজো উপলক্ষে ব্যবসায়ীরা বাংলায় আসছেন কলা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে।
advertisement
আরও পড়ুন: পরিবার থেকে প্রতিবেশী, সব বাধা এড়িয়ে পুজোয় ঢাক বাজাচ্ছেন মহিলারা
আর এই ছট পুজো উপলক্ষে কলা কিনতে ভিন রাজ্য বিহার এখন থেকে কলা ব্যবসায়ীরা নদীয়ার হবিবপুর সহ অন্যান্য এলাকায় এসেছেন। কলার প্রচলন বাংলাতেও যথেষ্ট পরিমাণে রয়েছে। ভিন্ন পুজো পার্বণ কলার চাহিদা থাকে। তবে চাহিদা অনুযায়ী যোগান তুলনামূলকভাবে বেশি বলে জানান বাংলার কৃষক এবং আড়ৎ দারেরা। কলার কাঁদি তারা বিক্রি করছেন ৫০ টাকা থেকে শুরু করে প্রায় ৪০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত। আর সেই সুযোগেই বিহারের কলা ব্যবসায়ীদের কাছে তারা সেই সমস্ত কলা বিক্রি করে কিছুটা হলেও লাভের মুখ দেখতে পাচ্ছেন বলে জানালেন তারা।
হাতেগোনা তিন দিন বাকি ছট পুজো। সেই কারণেই তড়িঘড়ি আজকের দিনেই সমস্ত গাড়ি বোঝাই করে তারা নিয়ে যাবেন বাংলা থেকে কলা ভিন রাজ্যে। তার প্রধান কারণ গাড়িতে যেতে সময় লাগবে প্রায়এক দিন। এরপরে এই কলার প্রক্রিয়াজাত করে পাঁকাতেও সময় সাপেক্ষ। তাই সময় একেবারে নেই বললেই চলে আর। সেই কারণেই অন্তিম মুহূর্তে বাংলার কলা পাড়ি দিচ্ছে ছট পুজো উপলক্ষে পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খন্ড রাজ্যে।
Mainak Debnath