উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এটির বর্তমানে অবস্থান দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। এটি আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বাড়াবে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এই নিম্নচাপের অভিমুখ রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আজ, মঙ্গলবার ও আগামিকাল বুধবার বৃষ্টি বাড়বে। গতি পাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা।
আরও পড়ুন– রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বর্ষণের পূর্বাভাস !
advertisement
দক্ষিণ গুজরাত সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি শক্তিশালী হবে। উত্তর ও উত্তর পশ্চিম দিকে এই নিম্ন চাপের অভিমুখ রয়েছে। এর প্রভাবে গুজরাত, সৌরাষ্ট্র এবং কচ্ছে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সক্রিয় হবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর পশ্চিম অংশ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ৷ মঙ্গলবার দিনভর দফায় দফায় বৃষ্টি হবে। আজ মঙ্গলবার ও আগামিকাল, বুধবার ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ সব জেলাতে। অতি ভারী বৃষ্টির সতর্কতা বেশ কয়েকটি জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলাতে। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত হতে পারে।
বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার।
উত্তরবঙ্গের আবহাওয়া:
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। মালদহ ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং-সহ অন্যান্য জেলাতে। আগামী তিন দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে রাজ্যে।
মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে বেশ কিছু জেলাতে। মালদহ, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার থেকে ফের দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সতর্কতা। মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবারে উত্তর দিনাজপুরের সঙ্গে মালদহ এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
মৎস্যজীবীদের সতর্কবার্তা:
আজ, মঙ্গলবার ও আগামিকাল, বুধবার বাংলা এবং ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ৬০ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।