আগামী দু’ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দু-এক জেলায় বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো বাতাস। এমনটাই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই দুর্যোগ থেকে রেহাই পাবে না দক্ষিণবঙ্গও। দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলায় আগামী দু-তিন ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে- উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু অংশে। ওই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। প্রতি ঘণ্টায় বাতাস বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।