দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনার বেশ কিছু জায়গায়। জেলাগুলিতে জারি রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে। বাকি জেলা গুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে জারি থাকবে বৃষ্টির সিলসিলা।
advertisement
একইসঙ্গে উত্তরবঙ্গে টানা ঝড়-বৃষ্টি চলছে। উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, মালদা, দক্ষি দিনাজপুরে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহান্তে কমতে পারে দুর্যোগ।
নিম্নচাপ কাটলেও নিয়ম করে চলছে বৃষ্টি। কলকাতাতেও জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির সর্তকতা। আগামী বুধবার অবধি গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে। তারপর বদলাতে পারে আবহাওয়া।
শর্মিষ্ঠা ব্যানার্জি






