TRENDING:

সাবধান! বাজার থেকে আসলের নামে ভেজাল হলুদ কিনছেন না তো! পুলিশের হাতে আটক ৬ মশলা কারবারি

Last Updated:

Fake Turmeric: দীর্ঘদিন ধরেই শামীম শেখ নামে ওই ব্যক্তি তার নিজস্ব হলুদের ব্যবসার আড়ালে অবৈধভাবে কারবার চালাচ্ছিলেন। পুলিশের চোখ এড়িয়ে চলছিল ভেজাল হলুদের কারবার। মঙ্গলবার রাতে হঠাৎই হানা দেন সামশেরগঞ্জ থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ, কেদারনাথ প্রামাণিক: পুলিশের চোখ এড়িয়ে অবৈধ ভাবে চলছিল ভেজাল হলুদের কারবার। গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা নুর মহম্মদ কলেজ সংলগ্ন জাতীয় সড়কের পাশের এলাকা থেকে বিপুল পরিমাণ ভেজাল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো-সহ আরও কিছু মশলা বাজেয়াপ্ত করেছে সামশরগঞ্জ থানার পুলিশ। আটক করা হয়েছে প্রায় ৬ জন ভেজাল মশলা কারবারিকে।
পুলিশের চোখ এড়িয়ে অবৈধ ভাবে চলছিল ভেজাল হলুদের কারবার
পুলিশের চোখ এড়িয়ে অবৈধ ভাবে চলছিল ভেজাল হলুদের কারবার
advertisement

যদিও পলাতক জাল হলুদ কারখানার মালিক শামীম শেখ। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে ওই ভেজাল হলুদ কারখানায় হানা দেয় পুলিশ। অবৈধ হলুদ বাজেয়াপ্ত করার কাজ।

আরও পড়ুনঃ পুজোর মুখে স্বস্তি! তিলপাড়া ব্যারেজে যান চলাচল নিয়ে বড় আপডেট দিল সেচ দফতর, মিলল কজওয়ে নির্মাণের অনুমতিও

advertisement

পুলিশ সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই শামীম শেখ নামে ওই ব্যক্তি তার নিজস্ব হলুদের ব্যবসার আড়ালে অবৈধভাবে কারবার চালাচ্ছিলেন। পুলিশের চোখ এড়িয়ে চলছিল ভেজাল হলুদের কারবার। খবর পেয়ে মঙ্গলবার রাতে হঠাৎই হানা দেন সামশেরগঞ্জ থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ অবৈধ হলুদ, লঙ্কা গুঁড়ো-সহ আরও নানান সামগ্রী। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। হলুদ মিলের মালিক শামীম সেখের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাবধান! বাজার থেকে আসলের নামে ভেজাল হলুদ কিনছেন না তো! পুলিশের হাতে আটক ৬ মশলা কারবারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল