TRENDING:

নদী পুরো ফাঁকা! লুঠ হয়ে যাচ্ছে লরি বোঝাই বালি, দেখুন ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালি টাকা - টাকা বালি। বালি লুঠ হচ্ছে। টাকা উড়ছে। মুখ‍্যমন্ত্রী বার বার কড়া বার্তা দিচ্ছেন। কিন্তু, বেআইনি কারবার রোখা যাচ্ছে কোথায়? এ নিয়েই লাগাতার এক্সক্ল‌ুসিভ রিপোর্ট দেখিয়েছে নিউজ এইটিন বাংলা। ক‍্যামেরায় ধরা পড়েছে চাঞ্চল‍্যকর সব ছবি। মেদিনীপুরের কাছে মণিদহে কাঁসাই নদীতে ড্রেজিং মেশিন নামিয়ে, দিনে-দুপুরে বেআইনি ভাবে তোলা হয় বালি....তারপর সেই বালি পাচার হয় রাতের অন্ধকারে...৷
advertisement

অভিযোগ, সরকারের নির্দিষ্ট করে দেওয়া জায়গা থেকে অনেকে বালি তোলে না। অনেকে আবার আইন ভেঙে ড্রেজিং মেশিন দিয়ে বালি তোলে। অনেক খাদানে সরকারি নিয়ম না মেনে, অতিরিক্ত বালি লরিতে তোলা হয়। কিন্তু, চালানে তা লেখা হয় না।

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

এই বেআইনি কারবারের জেরে সরকারের আয় ধাক্কা খাচ্ছে। ক্ষতি হচ্ছে নদীপাড়ের। ক্ষতি হচ্ছে পরিবেশের। মুখ‍্যমন্ত্রী তাই বার বার বার্তা দিচ্ছেন। নিউজ ১৮ বাংলার খবরের জেরে মেদিনীপুরের সভা থেকেও কড়া দাওয়াই দেন। কিন্তু, তারপরেও বেআইনি বালি-কারবার রোখা যাচ্ছে কোথায়!

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নদী পুরো ফাঁকা! লুঠ হয়ে যাচ্ছে লরি বোঝাই বালি, দেখুন ভিডিও