পুলিশ সূত্রে জানা গিয়েছে, ত্রিপুরার আগরতলার বাসিন্দা বিপ্লব দাস তাঁর স্ত্রী বৃষ্টি দাস ও ১৩ বছর মেয়েকে নিয়ে বসিরহাটের স্বরূপনগর থানার তারালি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছিলেন। সেই সময় বিএসএফের ১৪৩ নং ব্যাটেলিয়ানের জওয়ানরা তাদেরকে আটক করে। তারপর তাদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
advertisement
ধৃত বাবা-মাকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। অন্যদিকে ওই নাবালিকাকে জুভেইনাল জাস্টিস বোর্ড নিয়ে যাওয়া হবে বলে জানা যাচ্ছে। অপরদিকে, বিপুল পরিমাণে ফেন্সিডিল-সহ (এক ধরণের কাশির সিরাপ, যা নেশার দ্রব্য হিসাবে ব্যবহার করা হয়) বিএসএফের জালে ধরা পড়েছে এক বাংলাদেশি। তাকেও পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সকলকেই শনিবার আদালতে তোলা হয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 13, 2025 4:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Illegal Entry: অবৈধভাবে গোটা পরিবার নিয়ে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ পালানোর চেষ্টা! খপাৎ করে ধরল BSF, তারপর যা হল...