TRENDING:

IIM Calcutta: বয়েজ হোস্টেলে ডেকে নিয়ে বেহুঁশ করে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ! IIM জোকায় চাঞ্চল্যকর কাণ্ড

Last Updated:

বয়েজ হোস্টেলে বেহুঁশ করে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল আইআইএম (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট) জোকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: বয়েজ হোস্টেলে বেহুঁশ করে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল আইআইএম (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট) জোকায়। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনার পর এই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে রাজ‍্যে। সূত্রের খবর, নির্যাতিতা আইআইএম জোকারই পড়ুয়া।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

জানা গিয়েছে, নির্যাতিতা ছাত্রীকে প্রথমে বয়েজ় হস্টেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে কিছু খাবার এবং পানীয় দেওয়া হয়। সেগুলি খাওয়ার পরেই আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। প্রথমে সামান্য কিছু বুঝতে পারলেও পরে একেবারে অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরলে তিনি দেখেন বয়েজ় হস্টেলে পড়ে রয়েছেন।

আরও পড়ুন:  প্রস্রাবে কি তৈরি হচ্ছে ফেনা? খুব সাবধান, কী দশা হয়েছে কিডনির? শরীরে দানা বেঁধেছে কোন মারাত্মক রোগ

advertisement

এরপর কোনও রকমে সেখান থেকে এসে প্রথমে ঠাকুরপুকুর থানায় নির্যাতিতা অভিযোগ দায়ের করতে যান। সেখানে পুলিশ তাঁকে হরিদেবপুর থানায় যেতে বলে। এরপর অভিযোগ দায়ের হয়। বর্তমানে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বয়েজ হস্টেলের ভিজিটর্স বুকে তাঁকে ‘সি’ করতেও দেওয়া হয়নি বলেও অভিযোগ।

View More

আরও পড়ুন: ঠান্ডা পানীয় খাইয়ে অচৈতন‍্য করে…ধ*র্ষণের অভিযোগ! কসবার পর এবার IIM জোকা, আটক দ্বিতীয় বর্ষের ছাত্র

advertisement

এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। সাউথ ক্যালকাটা ল কলেজের পর এই ঘটনা ভাবাচ্ছে সকলকে। ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই নমুনা সংগ্রহের কাজ করেছে পুলিশ। বয়েজ হোস্টেলের রুমগুলিও দেখা হচ্ছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
IIM Calcutta: বয়েজ হোস্টেলে ডেকে নিয়ে বেহুঁশ করে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ! IIM জোকায় চাঞ্চল্যকর কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল