জানা গিয়েছে, নির্যাতিতা ছাত্রীকে প্রথমে বয়েজ় হস্টেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে কিছু খাবার এবং পানীয় দেওয়া হয়। সেগুলি খাওয়ার পরেই আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। প্রথমে সামান্য কিছু বুঝতে পারলেও পরে একেবারে অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরলে তিনি দেখেন বয়েজ় হস্টেলে পড়ে রয়েছেন।
আরও পড়ুন: প্রস্রাবে কি তৈরি হচ্ছে ফেনা? খুব সাবধান, কী দশা হয়েছে কিডনির? শরীরে দানা বেঁধেছে কোন মারাত্মক রোগ
advertisement
এরপর কোনও রকমে সেখান থেকে এসে প্রথমে ঠাকুরপুকুর থানায় নির্যাতিতা অভিযোগ দায়ের করতে যান। সেখানে পুলিশ তাঁকে হরিদেবপুর থানায় যেতে বলে। এরপর অভিযোগ দায়ের হয়। বর্তমানে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বয়েজ হস্টেলের ভিজিটর্স বুকে তাঁকে ‘সি’ করতেও দেওয়া হয়নি বলেও অভিযোগ।
আরও পড়ুন: ঠান্ডা পানীয় খাইয়ে অচৈতন্য করে…ধ*র্ষণের অভিযোগ! কসবার পর এবার IIM জোকা, আটক দ্বিতীয় বর্ষের ছাত্র
এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। সাউথ ক্যালকাটা ল কলেজের পর এই ঘটনা ভাবাচ্ছে সকলকে। ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই নমুনা সংগ্রহের কাজ করেছে পুলিশ। বয়েজ হোস্টেলের রুমগুলিও দেখা হচ্ছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
নবাব মল্লিক