বিষ্ণুপুর দলমাদল সর্বজনীন দুর্গা উৎসব এবারের তাদের থিম ছিল কাঁসা পিতল শিল্পকে বাঁচিয়ে রাখার বার্তা। থিমের নাম ছিল ‘দুর্গা এবার পেতল কাঁসায় অসুর যাবে যমের বাসায়’। এই থিমে ২৪ ফুট উচ্চতা প্রতিমা ছিল। কিন্তু ২৪ ফুট উচ্চতার বিশাল আকৃতির প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে সমস্যায় পড়েন উদ্যোক্তারা।
আরও পড়ুন : কটুক্তির বদলে এখন পান বাহবা! এমন প্রতিমা শিল্পীর দেখা সহজে মেলে না! ছক ভাঙা পথে এগিয়ে সফল
advertisement
শিব ঠাকুরের কোলের মধ্যে ১৬ ফুটের একটি কাঁসার থালা নিয়ে বসে রয়েছেন দেবী। কাঁসার থালায় শিল্পীর নিপুন হাতের ছোঁয়ায় তৈরি হয়েছিল মহিষাসুরমর্দিনী মাটির দুর্গা প্রতিমা। পাশাপাশি লক্ষ্মী ও সরস্বতী ১২ ফুটের কাঁসার থালা এবং গনেশ ও কার্তিক ১০ ফুটের সুবিশাল কাঁসার থালার ওপরে শিল্পীর নিপুন হাতের ছোঁয়ায় তৈরি করা হয়েছিল। এই সুবিশাল প্রতিমা কোনও জলাশয় নিয়ে গিয়ে নিরঞ্জন করা সম্ভব হচ্ছিল না।
আরও পড়ুন : পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে সর্বনাশ, জামা কিনতে এমন পথে হাঁটলেন যুবক…!
তাই পুজো উদ্যোক্তারা এই অভিনব উদ্যোগ গ্রহণ করেন। বিষ্ণুপুরের দমকল বিভাগের একটি ইঞ্জিনকে তারা খবর দেয়। এদিন বিষ্ণুপুরের দমকলের একটি ইঞ্জিন এবং পাঁচজন দমকল কর্মীর দীর্ঘ প্রচেষ্টার ফলে মন্ডপের প্রতিমা মন্ডপেই নিরঞ্জন করা হয়েছে। এই অভিনব নিরঞ্জন দেখতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। মায়ের বিদায় বেলায় পুজো উদ্যোক্তাদের মনখারাপ।