TRENDING:

Death Mystery: ঘর থেকে বেরোচ্ছিল ধোঁয়া, ভিতরে যেতেই সবাই দেখলেন পড়ে দেহ! বাগুইআটিতে বরকে খু*নের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

Last Updated:

Death Mystery: বাগুইআটি থানার অন্তর্গত জগতপুর চড়কতলা এলাকায় নিজের স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, পলাতক গৃহবধূ। গৃহবধুর নাম নাম উপাসনা হালদার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতায় ভয়ঙ্কর ঘটনা
কলকাতায় ভয়ঙ্কর ঘটনা
advertisement

বাগুইআটি থানার অন্তর্গত জগতপুর চড়কতলা এলাকায় নিজের স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, পলাতক গৃহবধূ। গৃহবধুর নাম নাম উপাসনা হালদার। মৃত স্বামী ভোলা হালদারকে পুলিশ ঘটনাস্থল থেকেই উদ্ধার করেছে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

advertisement

আরও পড়ুন: ‘সাধুবাবা আপনার টিকিটটা দেখান’, TTE টিকিট চাইতে লম্বা একটা কাগজ দেখালেন যাত্রী! দেখেই যা করলেন টিটি…

বেশ কিছুদিন ধরে ভোলা হালদার তার স্ত্রী উপাসনা হালদারকে নিয়ে জগতপুরের চড়কতলা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। মঙ্গলবার দুপুরে তাদের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা কৌতূহলী হয়ে ওঠেন। তারা ঘরের দরজায় ধাক্কা দিতেই দেখতে পান উপাসনা হালদার কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পোড়াচ্ছেন। এতে সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা জোর করে ঘরে প্রবেশ করেন এবং বাড়ির মালিককে খবর দেন।

advertisement

বাড়ির মালিক ঘটনাস্থলে এসে বাথরুমে ভোলা হালদারের রক্তাক্ত দেহ দেখতে পান। ভোলা হালদারকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপানো হয়েছিল। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাগুইআটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ ভোলা হালদারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

আরও পড়ুন: ট্রেনে শুয়ে ছাত্রী, হঠাৎ শরীর ছুঁল একটা হাত! ঘুম ভাঙতেই এক GRP বলল, ‘মাফ করুন, চাকরি চলে যাবে’

advertisement

পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে এর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক গৃহবধূ উপাসনা হালদার খোঁজ চালাচ্ছে বাগুইয়াটি থানা পুলিশ এই নৃশংস ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত এবং শোকাহত।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Death Mystery: ঘর থেকে বেরোচ্ছিল ধোঁয়া, ভিতরে যেতেই সবাই দেখলেন পড়ে দেহ! বাগুইআটিতে বরকে খু*নের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল