এ দিন সকালে মেমারির কাশিয়াড়া কাজিপাড়া এলাকায় নিজেদের বাড়ির সামনে থেকেই ওই দম্পতির গলাকাটা দেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ৷ মৃত দম্পতির নাম মুস্তাফিজুর রহমান(৬৬) ও মমতাজ পারভিন(৫৬)। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মুস্তাফিজুর রহমান ও মমতাজ পারভিন ছেলে আসিফকে নিয়ে মেমারির কাশিয়াড়া কাজিপাড়ায় বসবাস করতেন। ঘটনার পর থেকে ছেলে নিখোঁজ। ফলে ছেলের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ৷ তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷
advertisement
বুধবার সকালে স্থানীয়রা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পান গলার নলি কাটা অবস্থায় বাড়ির সামনের রাস্তায় স্বামী ও স্ত্রীর দেহ রক্তাক্ত অবস্থায় পরে আছে।স্থানীয়রায় পুলিশকে খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠায়।
পুলিশের প্রাথমিক অনুমান,ঘরের ভিতরে খুন করে দেহ দুটি টানতে টানতে বাড়ির বাইরের রাস্তায় এনে ফেলে দেওয়া হয়। কে বা কারা কী উদ্দেশ্যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটালো তা খতিয়ে দেখছে পুলিশ।