TRENDING:

Extra Marital Relationship: স্ত্রীর সিঁথিতে সিঁদুর দিল প্রেমিক, লজ্জায় নিজেকে শেষ করলেন যুবক! গুসকরায় ধুন্ধুমার

Last Updated:

স্ত্রীর পরকীয়ার কথা আগেই জানতে পেরেছিলেন উৎপল৷ সোমবার রাতে স্ত্রী লক্ষ্মীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় প্রেমিক সুরেশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুসকরা: পাড়ারই এক বাসিন্দার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন স্ত্রী৷ শুধু পরকীয়ায় জড়ানোই নয়, প্রেমিকের হাতে সিঁদুরও পরেছেন স্ত্রী৷ একথা জানারই পরই হতাশা এবং লজ্জায় আত্মঘাতী হলেন এক যুবক৷
AI-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
AI-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
advertisement

এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের আউসগ্রামের দারিয়াপুরে৷ ঘটনার পরই মৃতের স্ত্রী এবং তাঁর প্রেমিককে আটকে রাখেন ক্ষুব্ধ বাসিন্দারা৷ তাঁদের মারধরও করা হয়৷ মৃতদেহ উদ্ধারে গেলে এবং ওই যুগলকে ছাড়াতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়৷ ঘটনায় আহত হন মৃত যুবকের স্ত্রী এবং তাঁর প্রেমিকও৷

advertisement

আরও পড়ুন: বিধবা ভাড়াটিয়ার সঙ্গে প্রেম, বৃদ্ধের পরিণতি হল মর্মান্তিক! সম্পত্তির লোভে পুড়িয়ে মারল প্রেমিকাই

জানা গিয়েছে, মৃত যুবকের নাম উৎপল কর্মকার (৩৭)৷ স্থানীয় সূত্রে খবর, উৎপল এবং তাঁর স্ত্রী একটি পুত্র এবং কন্যাসন্তান রয়েছে৷ কিন্তু একই পাড়ার বাসিন্দা সুরেশ কর্মকারের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন উৎপলের স্ত্রী লক্ষ্মী৷ সুরেশ নামে ওই যুবকও বিবাহিত৷ তাঁর চার মেয়ে ও এক ছেলে রয়েছে৷

advertisement

স্ত্রীর পরকীয়ার কথা আগেই জানতে পেরেছিলেন উৎপল৷ সোমবার রাতে স্ত্রী লক্ষ্মীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় প্রেমিক সুরেশ৷ এই ঘটনা জানার পরই হতাশায় আত্মহত্যা করেন উৎপল৷ বাড়িতেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ৷

উৎপলের মৃত্যুর খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা৷ দেহ আটকে রাখার পাশাপাশি মৃতের স্ত্রী এবং তাঁর প্রেমিককেও আটকে রাখা হয়৷ পুলিশ মৃতদেহ উদ্ধারে গেলে প্রথমে বাধা দেন স্থানীয় গ্রামবাসীদের কয়েকজন৷ পুলিশকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আটক সুরেশ এবং লক্ষ্মীকে উদ্ধার করতে গেলেও পুলিশের সঙ্গে গ্রামবাসীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়৷ শেষ পর্যন্ত দু জনকে উদ্ধার করা হয়৷ সুরেশকে গুসকরা পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়৷ লক্ষ্মীর আঘাত বেশি হওয়ায় তাঁকে গুসকরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে পুলিশ৷ উৎপলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Extra Marital Relationship: স্ত্রীর সিঁথিতে সিঁদুর দিল প্রেমিক, লজ্জায় নিজেকে শেষ করলেন যুবক! গুসকরায় ধুন্ধুমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল