Landlord Widow Relationship: বিধবা ভাড়াটিয়ার সঙ্গে প্রেম, বৃদ্ধের পরিণতি হল মর্মান্তিক! সম্পত্তির লোভে পুড়িয়ে মারল প্রেমিকাই
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বিধবা সুদেষ্ণার সঙ্গে পাঁচ বছর ধরে সম্পর্ক জড়িয়েছিলেন অবসরপ্রাপ্ত রেভিনিউ ইন্সপেক্টর হরিহর সাউ৷
ভাড়াটিয়া প্রৌঢ়া মহিলার সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বাড়িওয়ালা৷ আর সেই সম্পর্কেই ভয়ঙ্কর মাশুল দিতে হল তাঁকে৷ সম্পত্তির লোভে সেই বাড়িওয়ালাকেই জীবন্ত পুড়িয়ে হত্যা করলেন ওই ভাড়াটিয়া মহিলা৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ওড়িশার গঞ্জাম জেলায়৷
জানা গিয়েছে, ৫৭ বছর বয়সি ওই মহিলার নাম সুদেষ্ণা জানা৷ অভিযোগ, তাঁর বাড়িওয়ালা ৭২ বছরের বৃদ্ধ হরিহর সাউয়ের গায়ে আগুন লাগিয়ে তাঁকে খুন করেন সুদেষ্ণা৷
পুলিশের তদন্তে জানা গিয়েছে, বিধবা সুদেষ্ণার সঙ্গে পাঁচ বছর ধরে সম্পর্ক জড়িয়েছিলেন অবসরপ্রাপ্ত রেভিনিউ ইন্সপেক্টর হরিহর সাউ৷ বৃহস্পতিবার ভোরবেলা হরিহর সাউয়ের ঘরে ঢোকেন সুদেষ্ণা৷ তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন ওই বৃদ্ধ৷ সেই সুযোগেই হরিহরের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন ওই মহিলা৷
advertisement
advertisement
অগ্নিদগ্ধ বৃদ্ধকে প্রথমে ওড়িশার বেরহামপুরের একটি হাসপাতাল এবং সেখান থেকে কটকের হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ কটকের হাসপাতালেই মৃত্যু হয় ওই বৃদ্ধের৷
পুলিশ জানিয়েছে, রীতিমতো ছক কষেই ওই বৃদ্ধকে খুন করেছেন তাঁর প্রেমিকা৷ বৃদ্ধের মোবাইল ফোনটি ছুড়ে বাড়ির বাগানের ভিতরে ফেলে দেন তিনি৷ কেরোসিনের বোতলটি বৃদ্ধের জ্বলন্ত শরীরের মধ্যে ফেলে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টাও করেন অভিযুক্ত৷ এমন কি, প্রতিবেশীদের ডেকে বৃদ্ধকে বাঁচানোর নাটকও করেন ওই মহিলা৷
advertisement
এমন কি, দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি বৃদ্ধের শরীরে আগুন লাগিয়েছে বলে প্রথমে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টাও করেন তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2025 5:51 PM IST