TRENDING:

West Bengal News: আরব থেকে ফিরল স্বামী, দেখল সব আত্মসাৎ করে ফেলেছে স্ত্রী! বড়ঞার ঘটনা চোখ কপালে তুলে দেবে

Last Updated:

West Bengal News: অভিযোগ, মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার কুলি অঞ্চলের কুমড়ায় গ্রামের বাসিন্দা নুরজামাল শেখ কর্মসূত্রে ২০১৭ সালে সৌদি আরবে যান, এবং ফিরে আসেন কয়েক মাস আগে, আর বাড়ি ফিরেই নুরজামাল শেখ তার জমানো অর্থ ব্যাঙ্কে তুলতে গিয়েই দেখেন তার পাসবুক শূন্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: এক অদ্ভূত প্রতারণার শিকার হল বড়ঞার নুরজামাল শেখ।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

স্ত্রীর কাছে প্রতারিত হয়ে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন স্বামী। স্বামীর নামে মিথ্যা মৃত্যু সার্টিফিকেট বানিয়ে স্বামীর নামে থাকা প্রায় ২৬ লক্ষ টাকা সহ সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠল এবার এক মহিলার বিরুদ্ধে।

অভিযোগ, মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার কুলি অঞ্চলের কুমড়ায় গ্রামের বাসিন্দা নুরজামাল শেখ কর্মসূত্রে ২০১৭ সালে সৌদি আরবে যান, এবং ফিরে আসেন কয়েক মাস আগে, আর বাড়ি ফিরেই নুরজামাল শেখ তার জমানো অর্থ ব্যাঙ্কে তুলতে গিয়েই দেখেন তার পাসবুক শূন্য। ব্যাংক ম্যানেজারদের কথায় নুরজামাল বাবুর নাকি মৃত্যু হয়েছে অনেকদিন আগেই। তাই তাঁর স্ত্রী নমিনি থাকার সুবাদে তাঁর মৃত্যু সার্টিফিকেট দেখিয়ে তাঁর নামে থাকা জমানো সমস্ত অর্থ আগেই ব্যাংক থেকে তুলে নিয়েছে। আর এই কথা শুনেই কার্যত কপালে হাত ওই ফরেনারের।

advertisement

আরও পড়ুন: 'ঘটিবাটি সবই যাবে...' বিস্ফোরক দিলীপ ঘোষ! নিশানা করলেন কাকে? তীব্র আলোড়ন

নুরজামাল বাবুর দাবি, তার স্ত্রী শাহিনা খাতুন, পরকীয়া সম্পর্কে জড়িয়ে তার নামে জাল মৃত্যু সার্টিফিকেট বানিয়েছেন এবং তারপরে তার নামে থাকা ব্যাংকের সমস্ত অর্থ পলিসির টাকা সহ তার সম্পত্তি নিজের নামে করে নিয়ে বর্তমানে আত্মসাৎ করছেন। আর এই অভিযোগ কার্যত লিখিতভাবে তিনি একের পর এক প্রশাসনিক দফতরে জানিয়েও কোনো সুরাহা পাচ্ছেন না বলে অভিযোগ।

advertisement

আরও পড়ুন: মেসি...মেসি...মেসি...বাংলার এক মেসি ভক্তের কাণ্ড শুনলে চমকে উঠবেন, অবাক হবেন!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পাশাপাশি অভিযুক্ত স্ত্রী শাহিনা খাতুন সহ তার পরিবারের লোকজন এখনো পুলিশের কাছে অধরা। অতি সত্ত্বর যাতে অভিযুক্ত ওই মহিলাসহ তাঁর পরিবারের লোকজনকে গ্রেফতার করা হয়। সেই দাবি নিয়ে বুধবার বড়ঞা থানার দ্বারস্থ হন সদ্য সৌদি আরব থেকে ফেরা নুরজামাল শেখ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: আরব থেকে ফিরল স্বামী, দেখল সব আত্মসাৎ করে ফেলেছে স্ত্রী! বড়ঞার ঘটনা চোখ কপালে তুলে দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল