এরপর তারা পরিবারের অনুমতি ছাড়াই বিবাহ করার বেশ কিছুদিন পর থেকেই শুরু হয় অশান্তি , প্রায় সময় স্বামী-স্ত্রীর অশান্তি চরম আকার ধারণ করে। শাশুড়ি ও পরিবারের লোকজন গৃহবধুর উপরে মানসিক অত্যাচার করত , প্রায় সময় অশান্তি নিয়ে এলাকায় বসে মীমাংসা করে দেওয়া হত বলে অভিযোগ৷ গতকাল সোমবার রাতে শশুরবাড়িতে গৃহবধুর পরিবারের লোকজনকে ডাকা হয় মীমাংসা করার জন্য লোকজনের উপস্থিতিতেই গৃহবধূর বাবাকে অপমান করে বার করে দেয়৷ তারপর বাড়িতে চলে আসে বাবা, পরিবারের লোকজন রাতেই খবর পায় তাদের মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। তড়িঘড়ি মেয়ের বাড়িতে ছুটে গিয়ে দেখে পড়ে রয়েছে মেয়ে, সঙ্গে সঙ্গে পরিবারে লোকজন মেয়েকে উদ্ধার করে রাতেই কলকাতা এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে গৃহবধূকে।
advertisement
এই খবর পাওয়ার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় অভিযুক্ত স্বামীর বাড়ি ঘেরাও করে স্থানীয়রা ব্যাপক উত্তেজনা ছড়ালে খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে নিয়ে যাবার সময় বিক্ষোভ দেখায় স্থানীয়রা , অভিযুক্তদের চরম শাস্তির দাবি করেছে মৃত গৃহবধুর পরিবারের লোকজন৷
আরও পড়ুন-বলুন তো, ‘বোতল’-এর বাংলা কী? ৯৯% মানুষই জানেন না আসল উত্তর, জানলে চমকে যাবেন গ্যারান্টি!
ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত গৃহবধূর পরিবারের লোকজন , পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গৃহবধুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর সঠিক কারণ। পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ৷
সমীর মণ্ডল