খুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জীবনতলা থানার পুলিশ, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সঠিক কী কারণে খুন? তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ।
আরও পড়ুন: চুরি গিয়েছিল লক্ষ লক্ষ টাকার গয়না, কীভাবে ফিরল করুণাময়ী কালী মন্দিরে! জানুন
advertisement
আরও পড়ুন: নৈহাটির বড়মা-র বিসর্জনে ভক্তদের ঢল, এ বছরের প্রতিমা নিরঞ্জনের ভিডিও দেখুন
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগে ছিল। মাঝে মধ্যেই অশান্তির কারণে সুপর্ণা বাপের বাড়ি চলে যেতেন। কিন্তু কিছুদিন বাদেই ফিরে এসে ফের সংসার করতেন। শুক্রবার রাতে পাড়ার কালীঠাকুর বিসর্জনের অনুষ্ঠানে সুপর্ণা যেতে চাইলে তাঁকে বাধা দেয় কমল। স্থানীয় বাসিন্দা ও দম্পতির ছেলে সোমনাথের অভিযোগ, সুপর্ণা জোড় করে সেখানে যাতে চাইলে তাঁকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে কমল আঘাত করে খুন করা হয়। 'বাবাই মাকে খুন করেছে' বলে জানিয়েছেন সোমনাথ। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পলাতক কমল হালদারের খোঁজে তল্লাশি শুরু করেছে জীবনতলা থানার পুলিশ।
Anup Biswas