TRENDING:

Suri: Birbhum Zilla Police: পুজোয় ভবঘুরেদের পরনে নতুন জামা, পুলিশের মানবিক ভূমিকাকে কুর্নিশ জনতার

Last Updated:

পুজোয় ব্যস্ততার পাশাপাশি বীরভূম জেলা পুলিশের (Birbhum Zilla Police) অন্য ব্যস্ততা এখন ভবঘুরেদের খুঁজে বের করা। সিউড়িতে (Suri) ট্রাফিক পুলিশের বাইক নিয়ে খোঁজাখুজি করা হচ্ছে ভবঘুরেদের (Homeless Pople)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিউড়ি : পুজোয় ব্যস্ততার পাশাপাশি বীরভূম জেলা পুলিশের (Birbhum Zilla Police)  অন্য ব্যস্ততা এখন ভবঘুরেদের খুঁজে বের করা। সিউড়িতে (Suri) ট্রাফিক পুলিশের বাইক নিয়ে খোঁজাখুজি করা হচ্ছে ভবঘুরেদের (Homeless Pople)। কারণ পুজোয় তাদের মুখেও হাসি ফোটাতে হবে যে, তারাও পড়বে নতুন জামা। বীরভূম জেলা পুলিশের এ এক মানবিক মুখ।
advertisement

দেবীপক্ষের মধ্যাহ্নে যখন সবাই ব্যস্ত নিজেকে সাজাতে ঠিক তখনই বীরভূম জেলা পুলিশ ছুটে চলেছে অন্যের মুখে হাসি ফোটাতে। কখনও কোনও গ্রামে করছেন বস্ত্র দান,  তো কোথাও আবার ব্যস্ত বানভাসিদের ত্রাণ পাঠতে। ঠিক সে রকমই এবার পুজোয় নতুন অভিনব উদ্যোগ নিয়েছেন বীরভূম জেলা পুলিশ, ভবঘুরেদের সাজিয়ে তুলতে। যাঁরা দিনের পর দিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান,  নেই কোনও ঠিকানা,  নেই কোনো আপনজন , ঠিক এই পুজোয় তাদেরই আপনজন হয়ে পাশে দাঁড়িয়েছেন বীরভূম জেলা পুলিশ।

advertisement

আরও পড়ুন : ব্রিটিশ পুলিশের পাহারাতেই দশভুজার আরাধনায় সামিল হন ছদ্মবেশের আড়ালে থাকা বিপ্লবীরা

সেই মতোই এই পুজোর মধ্যে বীরভূমের সিউড়ি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রাস্তায় রাস্তায় খুঁজে বেড়িয়েছেন ভবঘুরেদের। তাঁরা ভারসাম্যহীন ভবঘুরে মানুষের কাছে গিয়ে,  মাথায় চুল কাটিয়ে,  স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন পোশাক পরিয়ে আবার তদের পৌঁছে দিচ্ছেন তাদের যথা স্থানে।

advertisement

আরও পড়ুন -নাগরিক কোলাহল ছেড়ে পুজোর ছুটিতে উপকথা শুনতে কান পাতুন হাঁসুলীবাঁকের পাশে

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরে 'এই' জায়গার মোয়া মানেই এখন ল্যাব-টেস্টেড, দোকানেই আস্ত পরীক্ষাগার! বাজারে তোলপাড়
আরও দেখুন

দেখা বীরভূমের সিউড়ির বুকে এমনই একজন ভবঘুরে ভারসাম্যহীন দুঃস্থ মানুষকে সিউড়ি ট্রাফিকের ওসি সুমন প্রামাণিক বাইকে করে চাপিয়ে নিয়ে গিয়ে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে ও কিছু খাবার দিয়ে যথাস্থানে পৌঁছে দিলেন। এই ভাবেই একের পর এক  রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ খুঁজে বেড়াচ্ছে সেই সকল ভবঘুরেদের । চেষ্টা চালাচ্ছে পুজোতে বাচ্চাদের মুখে হাসি ফোটানোর, পাশাপাশি এই দুঃস্থ ভারসাম্যহীন মানুষগুলোর মুখেও হাসি ফোটানোর । এই বিষয় নিয়ে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ ও সঙ্গে সঙ্গে এমন উদ্যোগকে উৎসাহ দেয় তারা ।পুলিশসুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি এই বিষয়ে জানান, "প্রত্যেক পুজোতেই সবার মুখে হাসি ফোটাতে এগিয়ে আসে পুলিশ। তাই এই পুজোতে হাসি ফোটানোর অন্য রকম উদ্যোগ। শুধু বীরভূমের সিউড়িই নয়, বিভিন্ন জায়গার ভবঘুরে ভারসাম্যহীন মানুষদের নিয়ে এসে নতুন পোশাকের সঙ্গে কিছু খাবার দেওয়া হবে পুলিশের তরফ থেকে। তাদের মুখে হাসি ফুটুক, এটাই চায় বীরভূম জেলা পুলিশ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suri: Birbhum Zilla Police: পুজোয় ভবঘুরেদের পরনে নতুন জামা, পুলিশের মানবিক ভূমিকাকে কুর্নিশ জনতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল