TRENDING:

ফের ব্যাপক দাম কমলো মুরগির, এইখানে গোটা মুরগি ৫০ টাকা!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Supratim Das
advertisement

#বীরভূম: বীরভূমের বাজারে ফের দাম কমলো পোলট্রি মুরগির। আগে একবার করোনা গুজবের জেরে দাম কমেছিল মুরগীর, গুজবের জেরে প্রায় বন্ধ হয়েছিল মুরগী বিক্রির। দামও কমে গিয়েছিল। এবার আবার লকডাউন, তার উপরে জেলা ও দেশের প্রতিটি জেলা সিল করে দেওয়া হয়েছে। ফলে মুরগির খাবার আসছে  না আবার কোথাও খাবার তৈরী করার জন্য প্রয়োজনীয় শ্রমিক পাওয়া যাচ্ছে না। সেই কারণে বিভিন্ন হ্যাচারি থেকে মুরগি খোলা বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে কম দামে । সেই মুরগি বিক্রি হচ্ছে রাজ্যের প্রতিটি জেলাতে। কারণ খাবার না পেলে মারা যাবে মুরগি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

বীরভূমের সিউড়িতে আজ গোটা মুরগি বিক্রী হয়েছে ৫০ থেকে ৬৫ টাকা কেজিতে। অন্য দিকে কাটা মুরগী বিক্রি হয়েছে ৭০ থেকে ১০০ টাকা প্রতি কেজি। আর এ ভাবেই যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে খাবার না পেয়ে হয়তো ফার্মের মুরগি মারা যেতে পারে। সে ক্ষেত্রে মরা মুরগি মাটিতে পুঁতে ফেলতে হবে । ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে মুরগির ব্যবসা। কোনও কোনও জায়গাতে মুরগির খাবারের কাঁচামাল থাকলেও প্রয়োজনীয় শ্রমিকের অভাবে মুরগির খাবার তৈরি করা যাচ্ছে না । কারণ এই জাতীয় খাবার আসে মূলত কর্ণাটক থেকে । সেই সমস্ত শ্রমিকরা যাঁরা খাবার তৈরি করেন, তাঁরা কর্ণাটক ছেড়ে চলে গিয়েছেন । সেই কারণেই এই বিপত্তি বলে জানা গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফের ব্যাপক দাম কমলো মুরগির, এইখানে গোটা মুরগি ৫০ টাকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল