ভিডিওতে (Viral Video) দেখা গিয়েছে, দুই শিক্ষক নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। তাঁদের বেশ কিছু অশালীন ভাষা ব্যবহার করতেও শোনা গিয়েছে। তবে এ দিন স্কুলে কোনও পড়ুয়া উপস্থিত না থাকায় কিছু হলেও স্বস্তি পেয়েছেন স্কুলের অন্যান্য শিক্ষকরা। অনেকের মতে, পড়ুয়ারা উপস্থিত থাকলে আরও বাজে হত পরিস্থিতি।
আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে স্কুল খুলছে রাজ্যে, অফলাইনের সঙ্গে চলবে অনলাইন ক্লাসও
advertisement
নদিয়ার (Nadia) একমাত্র বহু পুরাতন সরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে বুধবার। আগামিকাল থেকে স্কুল খুলবে, তার আগে এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে স্কুল কর্তৃপক্ষ। ওয়াকিবহাল মহলের দাবি, শিক্ষকরা যদি এ ভাবে মারামারি করেন, তাহলে ছাত্ররা কী করবে? কী শিখবে শিক্ষকদের কাছ থেকে? শিক্ষা ছেড়ে এ তো একেবারে গুন্ডামি! তাও আবার সরকারি স্কুলে।
কী এমন ঘটেছে যাতে এভাবে হাতাহাতিতে জরিয়ে পড়লেন শিক্ষকদ্বয়? জানা গিয়েছে, স্কুলের (Krishnagar Collegiate School) ভূগোল শিক্ষক নিমাই মজুমদার, স্কুলের প্রধান শিক্ষক মনরঞ্জন বিশ্বাসের কাছে বেতনের স্টেটমেন্ট চেয়েছিলেন।প্রধানশিক্ষক তা দিতে রাজি হননি। সেই নিয়ে ভূগোল শিক্ষক অবস্থানে বসেন। এরপর আজ দুই শিক্ষক হটাৎ মারামারি শুরু করে দেন স্কুলের মধ্যেই। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হয়। তারপর তা ছড়িয়ে পড়তে সময় নেয়নি। ঘটনার নিন্দায় সরব হয়েছেন অনেকেই।
তথ্যঃ রঞ্জিত সরকার