ফরহাদ হোসেন, লালবাগ, মুর্শিদাবাদ: গোপন সূত্রের ভিত্তিতে লালগোলা থানার পুলিশ শুক্রবার গভীর রাতে একটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখে রাত আনুমানিক ২৩টা ১০ মিনিট নাগাদ লালগোলা থানার শীতেশনগরের পশ্চিম পাড়া এলাকায় ভাগীরথী নদীর নিকটবর্তী রাস্তায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়।
advertisement
পুলিশ ওই ব্যক্তির দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট ৩৩৯ গ্রাম হেরোইন উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি পুলিশের কাছে স্বীকার করে যে, সে লালগোলা থানার অন্তর্গত জিয়ারুল ও চিন্টু নামে দুই ব্যক্তির কাছে ওই নিষিদ্ধ মাদক সরবরাহ করতে এসেছিল।
ধৃত ব্যক্তির নাম নাজীবুর সেখ (৪২)। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার মিলকি পলাশী গ্রামে। তার পিতার নাম মৃত মনিরুদ্দিন সেখ। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে NDPS আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তদন্ত শুরু হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদের স্বার্থে আট দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাকে আজ, শনিবার দুপুর প্রায় বারোটা নাগাদ জেলা এমডিপিএস আদালতে পেশ করা হয়েছে। তদন্তের স্বার্থে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে লালগোলা থানার পুলিশ।
