আরও পড়ুন: কাটোয়ায় পরিত্যক্ত বাড়িতে পর পর বোমা বিস্ফোরণ! মৃত ১! তদন্তে পুলিশ
এই কর্মসূচি রক্তকরবী সংগঠনের দ্বারা গোটা জেলা ও জেলার বাইরেও চলছে । থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা মিছিল সচেতনতা বৃদ্ধিতে মানুষের কাছে গ্রামে গ্রামে পৌঁছে আলোচনা ও সচেতন বার্তা । অজান্তেই নতুন থ্যালাসেমিয়া আক্রান্তের জন্ম হচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে শিশু শ্রমিক। বই পড়া ও লাইব্রেরিতে পাঠাভ্যাস গড়ে তোলার মাধ্যমে সচেতনতার ওপর জোর দেন আলোচকরা। এ প্রসঙ্গে স্বেচ্ছাসেবী শাশ্বত পাড়ুই জানান, থ্যালাসেমিয়া নির্ণয় করতে শিশু বয়স থেকেই স্ক্রিনিং প্রক্রিয়া চলছে।থ্যালাসেমিয়া রোগের বাহক সম্পূর্ণ রূপে থ্যালাসেমিয়া মুক্ত করতে বিয়ের আগে যুবক যুবতীর স্কিনিং প্রয়োজন। বিয়ের আগে ঠিকুজি কুষ্ঠী নির্ণয় নয়, থ্যালাসেমিয়া মুক্ত করতে বিয়ের আগে হোক থ্যালাসেমিয়া নির্ণয় পরীক্ষা।
advertisement