তৃণমূলের নতুন কর্মসূচি দিদির সুরক্ষাকবচের উদ্বোধন করতে গিয়েই এমন দাবি করলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। যদিও তৃণমূল বিধায়ক অবশ্য় দলনেত্রীর প্রশংসা করতে গিয়েই এমন তুলনা টেনেছেন।
আরও পড়ুন: 'ওঁর কথায় কেউ আস্থা রাখে? বিশ্বাস করে?', বিস্ফোরক দিলীপ ঘোষ, নিশানা করলেন কাকে?
দিদির সুরক্ষাকবচ কর্মসূচির অংশ হিসেবেই সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন দলের বিধায়ক সহ জনপ্রতিনিধিরা। এ দিন উত্তর হাওড়া বিধানসভা এলাকাতেও সাংবাদিক বৈঠক করে সেই কর্মসূচির সূচনা করেন বিধায়ক গৌতম চৌধুরী। সেখানেই তিনি বলেন, 'মাথার উপরে মমতা বন্দ্য়োপাধ্য়ায় রয়েছেন। এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে বাংলা চলছে। আমরা কিচ্ছু নই। আমাদের বিধায়ক, পদাধিকারীরা কিছুই নই। আমার ডাক্তারখানায় ওষুধের সংস্থার রিপ্রেজেন্টেটিভ। আমাদের কোম্পানির নাম তৃণমূল কংগ্রেস, ব্র্য়ান্ড মমতা বন্দ্য়োপাধ্য়ায়।'
advertisement
তৃণমূল বিধায়ক এর পরে আরও বলেন, 'আমাদের নেত্রীকে তাঁকে দেখে ইতিহাস তৈরি হবে। আগামী দিন ক্লাস ফাইভ-সিক্সের ছেলেমেয়েরা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কথা ইতিহাস বইতে পড়বে।' তাঁর আরও অভিযোগ, বিজেপি-তেই বরং সবকিছু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথাতেই হয়। সেখানেও অন্য় কারও মত গুরুত্ব পায় না।
আরও পড়ুন: নন্দীগ্রামের জন্য় বিরাট উপহার, পঞ্চায়েত ভোটের আগেই ঘোষণা করলেন কুণাল
এর আগেও তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা দলনেত্রীর প্রশংসা করতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন। কেউ মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে মা সারদার সঙ্গে তুলনা করেছেন, কেউ আবার নেত্রীর মধ্য়ে ভগিনী নিবেদিতাকে খুঁজে পেয়েছেন। তৃণমূল নেতাদের এহেন মন্তব্য় নিয়ে বিতর্কও কম হয়নি। এবার খোদ তৃণমূল বিধায়কই দলের সঙ্গে বেসরকারি ওষুধ সংস্থার তুলনা টানলেন।
দলীয় বিধায়কের এই বক্তব্য় নিয়ে অবশ্য় দলের জেলা নেতারা কোনও মন্তব্য় করতে নারাজ। বিজেপি নেতৃত্বের বক্তব্য়, সত্য়িটা স্বীকারই করে ফেলেছেন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক।