রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে হাওড়া বিভাগের খানা-গুমানি ও ব্যান্ডেল-আজিমগঞ্জ-কাটোয়া বিভাগে ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কাজ চলবে! আর এই কাজের জন্য সকাল ১০:৪৫ থেকে সন্ধে ১৮:৩০ পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল করা হবে রবিবার।
রবিবার ট্রেন চলাচলে নিম্নরূপ ব্যবস্থা করা হয়েছে:
০২-০৬-২০২৪(রবিবার) EMU লোকাল বাতিল:
ব্যান্ডেল থেকে: ৩৭৭৪৯, এবং কাটোয়া থেকে: ৩৭৭৪৮ ট্রেন বাতিল! রবিবার এই ট্রেন চলবে না
advertisement
রবিবার যে সব ট্রেনের সময় বদল:
০৩০৭৬ আজিমগঞ্জ – কাটোয়া মেমু স্পেশাল আজিমগঞ্জ থেকে ১৮:০০ টায় ছাড়বে। এই ট্রেনটি ছাড়ার সময় ছিল ১৬:৪০ মিনিটে!
১২৩৩৮ বোলপুর – হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস ১৩:১০ মিনিটে ছাড়ার কথা ছিল। পরিবর্তে এই ট্রেন ১৩:৩০ মিনিটে বোলপুর থেকে ছাড়বে ছাড়বে।
তাছাড়া, রবিবার তারিখে ৩৭৯১৭ হাওড়া – কাটোয়া লোকাল ৩০ মিনিটের দেরিতে ছাড়বে, সময় নিয়ন্ত্রণ করা হবে এই ট্রেনের!
উল্লেখ্য যে, ব্লকের কাজ শুরুর আগে শেষ ট্রেন ছাড়া হবে ২২৫১২, এবং ব্লকের কাজ শেষ হওয়ার পর প্রথম ট্রেনটি ০৩০৯০ ছাড়া হবে। ব্লকের কাজ চলাকালীন ৯ জোড়া ব্যান্ডেল-কাটোয়া লোকালের ১ জোড়া বাতিল থাকবে।
রাকেশ মাইতি