TRENDING:

Howrah: বালি থেকে বর্ধমানে, উড়ে যাওয়া এক লাখি টিয়াকে খুঁজে আনল হাওড়া পুলিশ

Last Updated:

বর্ধমান থেকে উদ্ধার আফ্রিকান গ্রে প্যারোট 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: বাড়ির পোষ্যকে হারিয়ে সোজা থানায় পরিবার৷তাও কুকুর বা পোষা বিড়াল নয়, হারিয়ে গিয়েছে পোষ্য টিয়া৷ তাও আবার যথেষ্ট দামি৷ নিখোঁজ টিয়াকে খুঁজে দেওয়ার ভার পেয়ে যেমন অবাক হয়েছিলেন, তেমন চিন্তাতেও পড়েছিলেন বালি থানার পুলিশকর্মীরা৷ কারণ আকাশে উড়ে যাওয়া পাখিকে খুঁজে আনা তো যে সে কথা নয়!
আফ্রিকান এই গ্রে প্যারটটিকে উদ্ধার করেছে পুলিশ৷
আফ্রিকান এই গ্রে প্যারটটিকে উদ্ধার করেছে পুলিশ৷
advertisement

শেষ পর্যন্ত অবশ্য কঠিন এই সমস্যার সুরাহা করে ফেলল বালি থানার পুলিশ৷ ফলে ঘরে ফিরেছে ঘরের টিয়া৷ আফ্রিকান এই গ্রে প্যারটটির আদরের নাম রিও!

বালির বাসিন্দা তপন সরকার এবং তাঁর স্ত্রী স্বপ্না সরকার এ মাসের ৭ তারিখ বালি থানার দ্বারস্থ হন৷ অভিযোগ ছিল, বাড়ির প্রিয় পোষ্য রিও নামের গ্রে প্যারটটি নিখোঁজ হয়ে গিয়েছে৷ আশেপাশে খুঁজে না পেয়ে শেষে বালি থানার দ্বারস্থ হন সরকার দম্পতি৷

advertisement

আরও পড়ুন: বাড়িতে ডাকাতের দল, থানায় ফোন পরিবারের, ফোনই ধরল না পুলিশ!

প্রথমে অভিযোগ নিতে গিয়েই দোনামোনায় ভুগছিলেন থানার পুলিশকর্মীরা৷ আকাশে উড়ে যাওয়া পাখিকে তাঁরা কোথায় খুঁজবেন, সেই নিয়েই দুশ্চিন্তায় পড়েন তাঁরা৷ এ দিকে তপন বাবু এবং তাঁর স্ত্রীও নাছোড়বান্দা৷ পাখির দামও লক্ষাধিক টাকা৷

শেষ পর্যন্ত তাঁদের সহায় হন বালি থানার বড়বাবু সঞ্জয় কুণ্ড৷ অভিযোগ পেয়ে অবশ্য বসে থাকেনি পুলিশ৷ সোর্স কাজে লাগিয়ে এবং বেশ কয়েকজন পাখি ব্যবসায়ীর সঙ্গেও কথা বলে পুলিশ৷ জানা যায় সরকার দম্পতির বাড়ি থেকে উড়ে গেলেও খুব বেশি দূরে উড়ে যেতে পারেনি পাখিটি৷ বরং বেশ কয়েক বার হাত বদল হয়ে বর্ধমানের একটি পরিবারের কাছে পৌঁছেছে সেটি৷

advertisement

বর্ধমান পুলিশের সাহায্য নিয়ে প্রথমে সেই বাড়ি খুঁজে পায় বালি থানার পুলিশ৷ পরবর্তী কালে, ওই পরিবারের কাছে পুলিশ আবেদন করে রিও-কে ফিরিয়ে দেওয়ার জন্য৷ পুলিশের আবেদনে অবশেষে সেই পরিবার  রিও কে  ফিরিয়ে দেন৷ রিওকে ফিরে পেয়ে যেমন খুশি বালির সরকার পরিবার, ঠিক ততটাই খুশি পুলিশ কর্মীরা৷ হাওড়া সিটি পুলিশের দাবি, বালি থানার এই মানবিক উদ্যাগ হাওড়া সিটি পুলিশের মর্যাদা অনেকটাই বৃদ্ধি করল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

হাওড়া সিটি পুলিশের যে স্লোগান 'সবার সাথে সবার পাশে',  সেই স্লোগানের মর্যাদা বোধহয় এই ভাবেই অটুট রাখা সম্ভব৷ পুলিশের বিরুদ্ধে বিভিন্ন নিষ্ক্রিয়তার অভিযোগ প্রায়ই উঠে আসে৷ এ ক্ষেত্রে অবশ্য উল্টো অভিজ্ঞতা হল সরকার দম্পতির৷ চেনা ঠিকানায় ফেরার আগে থানার বড়বাবুর সাথে পোজ দিয়ে ছবিও তুলেছে রিও৷ এবার থেকে তাকে আরও চোখে চোখে রাখবেন বলে জানিয়েছেন সরকার দম্পতি৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah: বালি থেকে বর্ধমানে, উড়ে যাওয়া এক লাখি টিয়াকে খুঁজে আনল হাওড়া পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল