পার্কের পাশ দিয়ে বয়ে গিয়েছে দামোদর নদী। পার্কের চারিদিক বড় বড় গাছ, খোলা আকাশ। পার্কের পাশ দিয়ে বয়ে যাওয়া নদের জলে নৌকা বিহার করার সুযোগ রয়েছে। প্রকৃতির মনোরম দৃশ্য এবং নৌকো বিহারের টানে মানুষের আকর্ষণ এই পার্ক। প্রকৃতির কোলে এই পার্ক সাজিয়ে তুলতে তৎপর স্থানীয় গ্রাম পঞ্চায়েত। পার্কের সৌন্দর্য বাড়াতে একটি কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে। গত কয়েক বছরে দারুন জনপ্রিয়তা পেয়েছে এই পার্ক।
advertisement
স্থানীয়দের কথায় জানা যায়, শীত পড়লেই শহরের মানুষ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এই পার্কে এসে হাজির হয়। হাওড়া বা কলকাতা শহর থেকে যেমন সপরিবারে মানুষজন আসেন পিকনিক করতে। তেমনি অফিস কাছারির থেকেও মানুষ চড়ুইভাতি করতে এখানে আসেন। সহজেই তার জন্য এখানে ক্যাটারিং পরিষেবা পাওয়া যায়। বলা যেতে পারে প্রকৃতির কোলে এই পার্ক একটি মন ভাল করার স্থান। শীতের চড়ুইভাতি ছাড়াও বিভিন্ন ইভেন্ট বা বসন্ত উৎসবের জন্যও এই স্থানে আসেন মানুষ।
রাকেশ মাইতি