TRENDING:

Howrah News: দেশের সব থেকে উঁচু 'ওয়াচ টাওয়ার' বাংলাতেই, পুজোর আগেই খুলে যাবে সাধারণ মানুষের জন্য

Last Updated:

'ওয়াচ টাওয়ার'-এর উচ্চতায় পৌঁছতে উচ্চগতি সম্পন্ন দুটি আধুনিক লিফট-এর ব্যবস্থার পাশাপাশি ঘুরন্ত রেস্তরাঁ  থাকছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: সাধারণ মানুষের নাগালে দেশের সর্বোচ্চ উচ্চতার ‘ওয়াচ টাওয়ার’! বহু চর্চিত পঞ্চদীপ টাওয়ার  ইতিমধ্যেই দেশের সর্বোচ্চ উচ্চতার ‘ওয়াচ টাওয়ার’-এর তকমা পেয়েছে। কলকাতার শহীদ মিনার এবং দিল্লির কুতুবমিনারের থেকে উচ্চতা বেশি পঞ্চদীপ টাওয়ারের। যেখানে কলকাতার শহীদ মিনার ৪৮ মিটার উঁচু অর্থাৎ ১৫৭ ফুট এবং কুতুবমিনার ৭২ মিটার অর্থাৎ ২৩৭ ফুট প্রায়, সেখানে পঞ্চদীপ টাওয়ারের উচ্চতা ১২০ মিটার অর্থাৎ প্রায় ৪০০ ফুট। শুধু উচ্চতা নয়, অত্যাধুনিক আদব কায়দায় সুসজ্জিত পঞ্চদীপ টাওয়ার। এই ‘ওয়াচ টাওয়ার’-এর খুঁটিনাটি যত সামনে আসছে ততই মানুষের আগ্রহ বাড়ছে এর প্রতি।
advertisement

‘ওয়াচ টাওয়ার’-এর উচ্চতায় পৌঁছতে উচ্চগতি সম্পন্ন দুটি আধুনিক লিফট-এর ব্যবস্থার পাশাপাশি ঘুরন্ত রেস্তরাঁ থাকছে। সেই সঙ্গে থাকছে উচ্চ ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপ। নিকটবর্তী নদী হাওড়া ও হুগলি ব্রিজ-সহ গোটা শহরকে দেখার সুযোগ পাবেন। বিদেশি পর্যটকদেরও এই নজর টাওয়ার আকর্ষণ করবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সারাদেশ জুড়ে এই এই পঞ্চদীপ টাওয়ারকে কেন্দ্র করে হৈ হৈ কাণ্ড। দেশের মধ্যে সর্বোচ্চ উচ্চতার এই টাওয়ার আসন্ন দুর্গাপুজোর আগেই চালু হবার পূর্ব আভাস দিয়েছেন নির্মাণ সংস্থা। নির্মাতা রতন চৌধুরী জানান, সপ্তাহে কয়েকটা দিন সাধারণ মানুষের জন্য একটু কম খরচে ওঠার সুযোগ থাকবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মানবতার জয়গান রক্তদানের আহ্বান! ঘাটালে কালীপুজোর থিমে অভিনব ভাবনা
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: দেশের সব থেকে উঁচু 'ওয়াচ টাওয়ার' বাংলাতেই, পুজোর আগেই খুলে যাবে সাধারণ মানুষের জন্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল