TRENDING:

সাংঘাতিক দুর্ঘটনা! হাওড়ায় আচমকা উল্টে গেল লোহা বোঝাই লরি... সব শেষ, মৃত্যু!

Last Updated:

লরির চালক-সহ তিনজন ছিলেন লরির ভিতরে। তিনজনেই আহত হয়। একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাওড়া হাসপাতালে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেবাশিস চক্রবর্তী, হাওড়া: ইচ্ছাপুরে লরি উল্টে মৃত এক। ঘটনার জেরে আহতও হন আরও একজন। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধেবেলা হঠাৎ করেই ইচ্ছাপুর বাণীমন্দিরের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি। লোহাবোঝাই লরি কামারডাঙ্গা থেকে ইছাপুরের দিকে আসছিল। লরির চালক-সহ তিনজন ছিলেন লরির ভিতরে। তিনজনেই আহত হয়। একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাওড়া হাসপাতালে।
Representative image
Representative image
advertisement

জাতীয় সড়কে দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বাড়ছে।  হাওড়ার কাছেই পাঁশকুড়ায় বেলাইন হয়ে গেল লোকাল ট্রেন। আজ অর্থাৎ বুধবার বিকেল ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। যদিও দুর্ঘটনার সময়ে ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। জানা গিয়েছে, মালগাড়ির ইঞ্জিন দিয়ে খড়্গপুর থেকে একটি লোকাল ট্রেনকে নিয়ে যাওয়া হচ্ছিল হাওড়ার দিকে। পাঁশকুড়া স্টেশনে ঢোকার ঠিক আগে রেকটিকে এক নম্বর প্ল্যাটফর্মের লাইন থেকে তিন নম্বরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দিন কয়েক আগেই সল্টলেকে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ডেলিভারি বয়ের। গত বুধবার সন্ধ্যায় সল্টলেক এবং কেষ্টপুরকে সংযোগকারী ৮ নম্বর ব্রিজের উপর এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক ডেলিভারি বয়ের। সল্টলেকে প্রবেশ করার মুখে একটি দ্রুতগামী চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক ডেলিভারি বয়কে সরাসরি ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে ওই যুবক বাইক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশের রেলিংয়ের উপর পড়েন এবং দুর্ভাগ্যবশত রেলিংয়ের একটি অংশ তাঁর পায়ে গেঁথে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, এখানেই শেষ হয়নি ভয়াবহতা। ধাক্কা মারার পর গাড়িটি নিয়ন্ত্রণহীন অবস্থায় ওই রেলিংয়ের দিকেই ফের যায় এবং রেলিংয়ে আটকে থাকা যুবককে দ্বিতীয়বার ধাক্কা মারে। এর পরেই গাড়িটির সামনের অংশে আগুন লেগে যায়। নিমেষের মধ্যে সেই আগুন বিধ্বংসী রূপ নেয় এবং গাড়ির পাশেই আটকে থাকা ওই ডেলিভারি বয়ের শরীরকে গ্রাস করে। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাংঘাতিক দুর্ঘটনা! হাওড়ায় আচমকা উল্টে গেল লোহা বোঝাই লরি... সব শেষ, মৃত্যু!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল