কলকাতা শহরের পাশাপাশি সেরা পুজোর তালিকায় রয়েছে জেলার পুজোগুলো। তার মধ্যে অন্যতম আন্দুল আমরা সবাই আমবাগান দুর্গোৎসব কমিটি। এই বছর হীরক জয়ন্তী বর্ষে তাঁদের থিম বাঁকুড়া জেলার পটশিল্প। বাঁকুড়ার পোড়া মাটির কাজ তার সাথে বাংলার মাদুর শিল্প নিয়ে এইবারের মণ্ডপ সজ্জিত হয়েছে। বাঁকুড়ার শিল্পীরা প্রায় সাড়ে ৩ মাস ধরে আন্দুল আমরা সবাই আমবাগান ক্লাবে থেকে দিন রাত পরিশ্রম করে এত সুন্দর এক মণ্ডপ ফুটিয়ে তুলেছেন। মানুষের কাছ থেকে স্বতস্ফূর্তভাবে মিলছে সাড়াও।
advertisement
নবমীর সকাল ঢাকল বিষাদে! বৃষ্টিতেই ‘সর্বনাশ’? পুজো মণ্ডপে বিরাট বিপর্যয়! দেখলে কেঁপে উঠবেন
দুর্গাপুজো মানে জেলার মানুষের কাছে আন্দুল অন্যতম ঠিকানা। একটির থেকে আরেকটি মণ্ডপের দূরত্ব খুব কম, মণ্ডপ গুলিতে ছোট বড় নানা ধাঁচের আকর্ষণীয় থিম। জেলার বিভিন্ন প্রান্তের মানুষ পঞ্চমী থেকে এখানে ভিড় জমায়। আন্দুলের উল্লেখযোগ্য পুজো গুলির মধ্যে অন্যতম আন্দুল রাজবাড়ীর পুজো, আন্দুল আমবাগান ফুলবাগান তালপুকুর ধার এর মত পুজো।
প্রতি বছর দুর্গাপুজো য় আকর্ষণীয় থিনের সাজে সেজে ওঠে আন্দুল আমরা সবাই আম বাগানের পুজো মণ্ডপ। করোনা পরবর্তী সময় থেকে আরও আকর্ষণীয় থিম। গত বছর পুরীর জগন্নাথ ধাম দারুণভাবে দর্শকদের মন ছুঁয়ে যায়। এবার হীরক জয়ন্তী বর্ষে আরও আকর্ষণীয় মণ্ডপ। পঞ্চমী থেকে মানুষের থিক থিকে ভোর এখানে।