পূর্ব রেল সূত্রে খবর, এ দিন সন্ধ্যায় দুর্গাপুর (Durgapur) স্টেশনে পৌঁছয় ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস৷ কিন্তু ওই এক্সপ্রেস ট্রেনটির ঠিক আগে সন্ধে সাড়ে ছ'টা নাগাদ সেনাবাহিনীর একটি বিশেষ ট্রেন একই লাইন ধরে দুর্গাপুর থেকে পানাগড়ের দিকে আসছিল৷ দুর্গাপুর স্টেশন ছাড়ার পরই রেল লাইনে অস্বাভাবিক ঝাঁকুনি অনুভব করেন সেনাবাহিনীর ট্রেনটির চালক এবং গার্ড৷ তাঁরাই পানাগড় স্টেশনে খবর পাঠিয়ে স্টেশন কর্তৃপক্ষকে সতর্ক করেন৷ এর পরেই দুর্গাপুর স্টেশনে আটকে দেওয়া হয় ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসকে৷
advertisement
আরও পড়ুন: রেলে ফিরছে কাটলেট, বোনলেস চিকেন! প্যান্ট্রি কার থেকেই মিলবে ভাত, ডাল, রুটি
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেলকর্মীরা দেখেন, রেল লাইনে বড়সড় ফাটল তৈরি হয়েছে৷ সে কারণেই সেনাবাহিনীর বিশেষ ট্রেনটি যাওয়ার সময় চালক ঝাঁকুনি অনুভব করেন৷ দ্রুত শুরু হয় মেরামতি কাজ৷ ওই লাইন দিয়ে দ্রুত গতিতে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস গেলে যাত্রী বোঝাই ট্রেনটি বেলাইন হওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল বলে মনে করছে রেল কর্তৃপক্ষ৷ দুর্ঘটনা এড়ানোর জন্য সেনাবাহিনীর ওই বিশেষ ট্রেনটির চালক এবং গার্ডকেই কৃতিত্ব দিচ্ছেন রেল কর্মীরা৷
এ ভাবেই ফাটল তৈরি হয়েছিল রেল লাইনে৷
রেল লাইন মেরামতির জন্য প্রায় দেড় ঘণ্টা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসকে দুর্গাপুর স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়৷ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, 'ট্র্যাক ব্যবহারযোগ্য অবস্থায় আসার পর তবেই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসকে দুর্গাপুর থেকে হাওড়া অভিমুখে ছাড়া হয়।'