TRENDING:

হুবহু দক্ষিণেশ্বর মন্দির! বাতিল জিনিস শিল্পীর হাতের জাদুতে শিল্পের রূপ পেল, এমন অসাধারণ প্রতিভা না দেখলে বিশ্বাস হবে না

Last Updated:

Dakshineswar Temple Replica: বাতিল ও ফেলনা সামগ্রী দিয়ে তাক লাগানো জিনিস তৈরি করছেন শিল্পী গোবিন্দ হাজরা। ধূপকাঠি, টুথস্টিক এবং প্লাই আঠা ব্যবহার করে বানিয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরের রেপ্লিকা। দেখতে হুবহু মা কালীর মন্দির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: ফেলনা সাধারণ জিনিসেই চোখ জুড়ানো হাতের কাজ করে চমক দিচ্ছেন শিল্পী গোবিন্দ হাজরা! গ্রামের রাস্তাঘাট অলিগলি জলা জঙ্গল ঘুরে নানা উপকরণ সংগ্রহ করেন তিনি। সেই সমস্ত জিনিস জোড়া তালি লাগিয়ে বিভিন্ন জিনিস তৈরি করার নেশায় বুঁদ দেউলপুরের বাসিন্দা গোবিন্দ হাজরা। পেশায় একজন স্বর্ণশিল্পী, তবে দুই ছেলে সংসারের হাল ধরতে কাজ থেকে তিনি অবসর নিয়েছেন। বর্তমানে স্ত্রীর অসুস্থতার কারণে সংসারের কাজ এবং বাকি সময় হাতের কাজ করেই সময় কাটে গোবিন্দ বাবুর।
advertisement

সকাল থেকে সংসারের নানা কাজ, দুপুর ও সন্ধ্যায় রান্না-বান্না করে রাত থেকে ভোর পর্যন্ত তাঁর হাতের কাজের জন্যে আদর্শ সময়। প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা কাজ করে দক্ষিণেশ্বর মন্দিরের রেপ্লিকা তৈরি করেছেন তিনি। দেখতে হুবহু দক্ষিণেশ্বর মন্দির। এটি তৈরি করতে তিন মাস সময় লেগেছে গোবিন্দ বাবুর। এর আগে আইফেল টাওয়ার, হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো বিভিন্ন জিনিস তৈরি করেছেন।

advertisement

আরও পড়ুনঃ আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব? বিরল ঘটনার ব্যাখা পাচ্ছেন না বিশেষজ্ঞরাও

শিল্পী গোবিন্দ হাজরার সৃজনশীল ভাবনায় ফেলে দেওয়া ও বাতিল জিনিস রূপান্তরিত হয় আকর্ষণীয় সামগ্রীতে। স্থানীয় মানুষের আকর্ষণ থাকে সেই সমস্ত জিনিসের প্রতি। নতুন কিছু সৃষ্টি হলেই, আত্মীয় পরিজন গ্রামের মানুষ আসেন তা দর্শন করতে। এটাই শিল্পীর ভাললাগা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
হুবহু দক্ষিণেশ্বর মন্দির! বাতিল জিনিস শিল্পীর হাতের জাদুতে শিল্পের রূপ পেল
আরও দেখুন

এ প্রসঙ্গে শিল্পী গোবিন্দ হাজরা জানান, ৮ বছর বয়স থেকে বিভিন্ন জিনিস দিয়ে হাতের কাজ করছেন তিনি। সংসার ও কাজের চাপে বেশ কয়েক বছর বন্ধ ছিল সৃজনশীল চিন্তাভাবনা। এবার কাজ থেকে অবসর ননেওয়ার পর কয়েক বছর হল আবারও বিভিন্ন উপকরণ ব্যবহার করে জিনিস তৈরি করছেন। প্রতিটি জিনিস একটি মাত্রই তৈরি করে তা যত্ন রেখে দেওয়া নিজের ঘরেই। এ পর্যন্ত প্রায় একশত জিনিস তৈরি করেছেন শিল্পী। সেরা কয়েকটি জিনিসের মধ্যে অন্যতম দক্ষিণেশ্বর মন্দিরের এই রেপ্লিকা। এটি তৈরি হয়েছে ধূপকাঠি, টুথস্টিক এবং প্লাই আঠা ব্যবহারে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হুবহু দক্ষিণেশ্বর মন্দির! বাতিল জিনিস শিল্পীর হাতের জাদুতে শিল্পের রূপ পেল, এমন অসাধারণ প্রতিভা না দেখলে বিশ্বাস হবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল