এদিকে লকডাউনের জন্য ধান কাটার সমস্যা, তারপর আগের নিম্নচাপের জেরে বৃষ্টির জন্য বেশ কিছু এলাকায় পাকা ধানে ক্ষতি হয়েছিল,এবার ঘূর্ণি ঝড় আমফানের জেরে আতংকে ধান চাষীরা। মাঠে পাকা ধান পড়ে আছে যদি ঘুর্ণি ঝড় ও বৃষ্টি জেরে ক্ষতি হয়, সেই আশংকা থেকেই আগে থেকে ধান বাঁচাতে আগে ভাগেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন চাষীরা, তবে সব ধান কাটতে পারবে কিনা তা নিয়ে সংশয়ে আছেন চাষীরা। তাই যতটা সম্ভব ফসল বাঁচানোর চেষ্টা চালাচ্ছে, লক ডাউনের জেরে কর্মী সংখ্যা কম থাকায় সমস্যার সম্মুখীন হয়েছেন চাষিরা | তাই নাওয়া খাওয়া ভুলে পরিবারের আট থেকে আশি সবাই নেমে পড়েছে ফসল বাঁচাতে ৷
advertisement
ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষত এখনো পূরণ হয়নি তার ওপর আবার আমফান যা ঘুম কেড়েছে চাষি পরিবারের ৷ প্রশাসনের দাবি এমন অবস্থায় লকডাউনে জোগানের বিষয়টা মাথায় রেখে এবং একই সঙ্গে চাষিদের বর্তমান সমস্যার কথাও ভাবতে হচ্ছে তাদের, তাই যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে কাজ করতে ক্রমাগত প্রচার বা নজরদারি করা হচ্ছে ৷ এই ফসল নষ্ট হলে শুধু যে চাষিরাই ভুক্তভুগি হবে তা নয় এই কঠিন সময়ে খাদ্য শস্যের জোগানও অনেকটা কমে যাওয়ার আশঙ্কা আছে ৷