TRENDING:

ইভটিজিংয়ের শাস্তি, যুবককে গয়না পরিয়ে ঘোরানো হল রাস্তায়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: যেমন কাজ তার তেমনি সাজা ! তাই তো বিপাকে পড়ে যুবকের অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাঁচি ৷ হাউ হাউ করে কান্না, ‘দাদারা ছেড়ে দিন !’ কিন্তু দাদারা আর শুনছেন কোথায়? রীতিমতো হাত-পা শক্ত করে ধরে চলছে ‘ছেলে সাজানো’ !  টায়রা-টিকলি, কানে দুল ৷ বুধবার লিলুয়াতে এরকমই এক ঘটনা ঘটল ৷ ইভটিজিং করায় যুবককে গয়না পরিয়ে পাড়া ঘোরালেন এলাকার মানুষেরা ৷ ঘটনাটি ঘটেছে লিলুয়া কোনা হালদার পাড়ায়৷
advertisement

বুধবার পাড়ার এক মেয়েকে উত্যক্ত করে এক যুবক ৷ আর সেকথা জানতে পেরেই পাড়ার দাদা চড়াও হয় যুবকের ওপর ৷ তবে ইভটিজিংয়ের শাস্তি হিসেবে মারধর নয়, বরং যুবককে পরানো হয় টায়রা, টিকলি, কানের দুল ৷ তবে এখানেই শেষ নয়, ঘোরানো হয় গোটা পাড়ায় !

দেখুন সেই ভিডিও---

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ইভটিজিংয়ের শাস্তি, যুবককে গয়না পরিয়ে ঘোরানো হল রাস্তায়