TRENDING:

Howrah: মাছ খাওয়ায় তিন বাঘরোলকে হত্যা, হাওড়ার দুই ভাইকে ধরতে পুরস্কার ঘোষণা বন দফতরের

Last Updated:

স্থানীয় সূত্রেই বন দফতর জানতে পারে, প্রভাস পাত্র এবং প্রতাপ পাত্র নামে স্থানীয় বাসিন্দা দুই ভাই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে বাঘরোলগুলিকে হত্যা করেছে (Fishing Cat Killed in Howrah)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: বাগনানে তিন তিনটি বাঘরোলকে (Fishing Cat) একসঙ্গে হত্যায় অভিযুক্ত দুই ভাইকে ধরতে আর্থিক পুরস্কার ঘোষণা করল রাজ্য বন দফতর৷ লুপ্তপ্রায় তিনটি প্রাণীর হত্যাকারী হিসেবে ইতিমধ্যেই বাগনানের বাসিন্দা দুই ভাইকে চিহ্নিত করেছে বন দফতর এবং পুলিশ৷ ওই দুই অভিযুক্তকে ধরার ক্ষেত্রে যে বা যাঁরা সাহায্য করবেন, তাঁদের সামাজিক স্বীকৃতিও দেওয়া হবে বলে হাওড়া (Howrah) ডিভিশনাল ফরেস্ট অফিসের তরফে জানানো হয়েছে৷
হাওড়ায় তিনটি বাঘরোলকে বিষ খাইয়ে হত্যা৷ প্রতীকী চিত্র, Photo-PTI
হাওড়ায় তিনটি বাঘরোলকে বিষ খাইয়ে হত্যা৷ প্রতীকী চিত্র, Photo-PTI
advertisement

গত বৃহস্পতিবার বাগনানের কালিকাপুরে একসঙ্গে তিনটি বাঘরোলকে মৃত অবস্থায় পাওয়া যায়৷ রাস্তার ধারে পায়ে দড়ি বাঁধা অবস্থায় পড়েছিল প্রাণীগুলি৷

আরও পড়ুন: সাপের কামড় খেয়ে সাপকে নিয়েই হাসপাতালে ছুটলেন ব্যক্তি! দেখুন ভিডিও

তিনটি বাঘরোলের দেহ উদ্ধারের ঘটনায় পুলিশের সাহায্য নিয়ে খোঁজখবর করতে শুরু করে বন দফতর৷ স্থানীয় সূত্রেই বন দফতর জানতে পারে, প্রভাস পাত্র এবং প্রতাপ পাত্র নামে স্থানীয় বাসিন্দা দুই ভাই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে বাঘরোলগুলিকে হত্যা করেছে৷ দুই ভাইয়ের বিরুদ্ধে বাগনান থানায় অভিযোগও দায়ের করে বন দফতর৷

advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রভাস এবং প্রতাপ পাত্রের মাছের ব্যবসা রয়েছে৷ বাঘরোলগুলি মাঝে মধ্যে সেই মাছ খেয়ে নিত৷ সেই কারণেই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে প্রাণী তিনটিকে হত্যা করে দুই অভিযুক্ত৷

আরও পড়ুন: বাঘের হামলায় ক্ষতবিক্ষত ছাগলের দেহ উদ্ধার, Lalgarh-এ ফের বাঘের আতঙ্ক

তবে বাঘরোল হত্যা কাণ্ডে প্রভাসের ভূমিকাই বেশি বলে স্থানীয় সূত্রে পুলিশ ও বন দফতর জানতে পেরেছে৷ দুই ভাইয়ের খোঁজে তল্লাশিও শুরু করেছে পুলিশ৷ কিন্তু অভিযুক্ত দু' জনের দ্রুত নাগাল পেতে আর্থিক পুরস্কার ঘোষণা করল বন দফতর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হাওড়ার ডিভিশনাল ফরেস্ট অফিসার রাজু সরকার জানিয়েছেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্টেও বিষক্রিয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন ডিএফও৷ দোষীদের ধরতে বন দফতরের তৎপরতায় খুশি পশুপ্রেমী সংগঠনের সদস্যরাও৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah: মাছ খাওয়ায় তিন বাঘরোলকে হত্যা, হাওড়ার দুই ভাইকে ধরতে পুরস্কার ঘোষণা বন দফতরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল