২০১৭ সাল থেকে বর্ধমান শহরে পানীয় জল সরবরাহের জন্য অমরুত প্রকল্পের কাজ চলছে। দু’বছরের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। কিন্তু সেই কাজ এখনও শেষ হয়নি। ইতিমধ্যেই এই প্রকল্পে ৩০০কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। বারে বারেই এই প্রকল্প আদৌ বাস্তবায়িত হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রথমে ঠিক হয়েছিল দামোদর থেকে জল তুলে তা পরিশ্রুত করে সেই জল বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা হবে। কিন্তু বিশেষজ্ঞরা জানিয়ে দেন, সারা বছরের চাহিদা মেটানোর মত জল মিলবে না দামোদর থেকে। এরপর গঙ্গা থেকে জল নিয়ে আসার ভাবনাচিন্তা শুরু হয়। বিশেষজ্ঞরা জানিয়ে দেন, ষাট কিলোমিটার দূরের কাটোয়া বা কালনা থেকে গঙ্গার জল এনে তার সরবরাহ করা ব্যয়বহুল ও কষ্টসাধ্য।
advertisement
এরপর বর্ধমান শহর থেকে বেশ কিছুটা দূরে ইদিলপুরে দামোদর থেকে জল নিয়ে এসে তা সরবরাহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পুর প্রধান পরেশ চন্দ্র সরকার বলেন, আগামী বছরের অগাস্ট-সেপ্টেম্বর মাসের মধ্যে এই জল প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছি। সেই মতো দ্রুততার সঙ্গে কাজ চলছে। ওই সময়ের মতো বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়া থেকে জল সরবরাহের জন্য পরিকাঠামো তৈরি সব কাজ শেষ হয়ে যাবে।