TRENDING:

Swarupnagar Housewife Relationship: ফেসবুকে পরিচয়, সম্পর্কে জড়িয়ে বিপদে স্বরূপনগরের গৃহবধূ! বনগাঁ থেকে গ্রেফতার প্রেমিক

Last Updated:

স্বরূপনগরের বাসিন্দা বত্রিশ বছর বয়সি ওই গৃহবধূর সঙ্গে বছরখানেক এক বনগাঁর বাসিন্দা ধ্রুবজ্যোতি রায় নামে ওই যুবকের সমাজমাধ্যমে পরিচয় হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনুপম সাহা, স্বরূপনগর: ফেসবুকে পরিচয়, তার থেকেই বন্ধুত্ব এবং ঘনিষ্ঠতা৷ এমন কি, সেই মেলামেশা গড়ায় শারীরিক সম্পর্কেও৷ সেই সম্পর্কের জেরেই বিপদে পড়লেন উত্তর চব্বিশ পরগণার স্বরূপনগরের এক গৃহবধূ৷ শেষ পর্যন্ত ওই গৃহবধূর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই উত্তর চব্বিশ পরগণার বনগাঁ থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

জানা গিয়েছে, স্বরূপনগরের বাসিন্দা বত্রিশ বছর বয়সি ওই গৃহবধূর সঙ্গে বছরখানেক এক বনগাঁর বাসিন্দা ধ্রুবজ্যোতি রায় নামে ওই যুবকের সমাজমাধ্যমে পরিচয় হয়৷ প্রথমে সমাজমাধ্যমেই শুরু হয় কথাবার্তা, তার পর ফোন নম্বরও বিনিময় করেন তাঁরা৷ বেশ কিছুদিন কথাবার্তা চলার পরই আরও ঘনিষ্ঠ হয়ে পড়েন দু জনে৷ শুরু হয় দেখা সাক্ষাৎ৷ ওই যুবকের সঙ্গে শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়েন তাঁরা৷

advertisement

যদিও গত বেশ কিছু দিন ধরেই এই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করেন ওই গৃহবধূ৷ অভিযোগ, তার পরেও ওই যুবক ক্রমাগত তাঁকে উত্যক্ত করতে থাকেন৷ এমন কি, তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন ওই যুবক৷ এর পরই গত সপ্তাহে ওই গৃহবধূ স্বরূপনগর থানায় ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর পরই বনগাঁ থানা এলাকার দীনবন্ধু নগরের বাসিন্দা ধ্রুবজ্যোতি রায় নামে ওই যুবককে গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ৷ আজই তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Swarupnagar Housewife Relationship: ফেসবুকে পরিচয়, সম্পর্কে জড়িয়ে বিপদে স্বরূপনগরের গৃহবধূ! বনগাঁ থেকে গ্রেফতার প্রেমিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল