জানা গিয়েছে, স্বরূপনগরের বাসিন্দা বত্রিশ বছর বয়সি ওই গৃহবধূর সঙ্গে বছরখানেক এক বনগাঁর বাসিন্দা ধ্রুবজ্যোতি রায় নামে ওই যুবকের সমাজমাধ্যমে পরিচয় হয়৷ প্রথমে সমাজমাধ্যমেই শুরু হয় কথাবার্তা, তার পর ফোন নম্বরও বিনিময় করেন তাঁরা৷ বেশ কিছুদিন কথাবার্তা চলার পরই আরও ঘনিষ্ঠ হয়ে পড়েন দু জনে৷ শুরু হয় দেখা সাক্ষাৎ৷ ওই যুবকের সঙ্গে শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়েন তাঁরা৷
advertisement
যদিও গত বেশ কিছু দিন ধরেই এই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করেন ওই গৃহবধূ৷ অভিযোগ, তার পরেও ওই যুবক ক্রমাগত তাঁকে উত্যক্ত করতে থাকেন৷ এমন কি, তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন ওই যুবক৷ এর পরই গত সপ্তাহে ওই গৃহবধূ স্বরূপনগর থানায় ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন৷
এর পরই বনগাঁ থানা এলাকার দীনবন্ধু নগরের বাসিন্দা ধ্রুবজ্যোতি রায় নামে ওই যুবককে গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ৷ আজই তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে৷