ঘোড়ার পিঠে চড়ে সৈকতে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। এতদিন এটাই ছিল দিঘার পরিচিত ছবি।
চেনা দৃশ্যপটে এবার বদল আসছে। সৌজন্যে প্রশাসনের নয়া নির্দেশিকা। দিঘার সবক'টি সৈকতে ঘোড়ার আনাগোনায় নিষেধাজ্ঞা জারি করেছে তারা। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এবং সৈকত দূষণমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত বলে দাবি প্রশাসনের। সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠায় বন্ধ হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টসও।
advertisement
পর্যটক ও স্থানীয়দের এ নিয়ে সচেতন করতে সৈকতে মাইকিং-ও শুরু করেছে পুলিশ। এই প্রচার চলবে আগামী এক সপ্তাহ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 16, 2019 7:58 AM IST