স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তার পাশেই বাড়ি হালদার পরিবারের। শীতের সকাল হওয়ায় ছেলেকে নিয়ে সোমবার সকালে রাস্তার পাশে রোদ পোহাচ্ছিলেন বাড়ির বধূ মরজিনা। সেই সময়ই একটি টাটাসুমো নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা ধেয়ে আসে তাদের দিকে, পিষে দেয় মা এবং ছেলেকে।
আরও পড়ুনঃ কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্ব! বছর শেষে গন্তব্য হোক ছবির চেয়েও সুন্দর নুরপুর, রইল বেড়ানোর খুঁটিনাটি
advertisement
কান ফাটানো শব্দে মুহূর্তের মধ্যে ছুটে আসে পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশিরা। ততক্ষণে সব শেষ। স্থানীয়রা উদ্ধার করে মা এবং দুধের শিশুকে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দু’জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। আহত অন্য শিশুটিকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে, ঘাতক গাড়ি ও গাড়ির চালককে আটক করে পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ।