TRENDING:

Hoogly News: ইলেকট্রিক পোস্টে উঠে নৃত্য যুবকের, তারপর যা হল...

Last Updated:

হাসপাতালে যুবকের চিকিৎসকরা চিকিৎসা চলছে। সূত্রের খবর মানসিক ভারসাম্যহীন ওই যুবক সুস্থ আছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি: ইলেকট্রিক পোস্টে উঠে নৃত্য যুবকের৷ স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে খবর দেন পুলিশ ও দমকলকে৷  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকলের কর্মীরা আসেন৷ ওই যুবককে উদ্ধারের চেষ্টা করলে,হঠাৎ নিচে ঝাঁপ দেয় ওই যুবক৷আহত অবস্থায় ভর্তি হাসপাতালে৷ ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।  ঘটনাটি ঘটে হুগলির আরামবাগের গড়বাড়ি এলাকার।
Hoogly News: mentally ill youth gets up in electric poll
Hoogly News: mentally ill youth gets up in electric poll
advertisement

পুলিশের অনুমান যুবক মানসিক ভারসাম্যহীন। অনেকের মতে এই ঘটনা শোলে সিনেমাকেও হার মানায়৷  শোলে সিনেমায় ধর্মেন্দ্র ট্যাঙ্কের ওপর থেকে ঝাঁপ দিতে চেয়েছিল বাসন্তীর জন্য। আর এই যুবক ইলেকট্রিক পোস্টের উপর থেকে ঝাঁপ দিয়েছেন কেন, সেটা অবশ্য তদন্ত সাপেক্ষ বিষয়৷

আরও পড়ুন - New Train: বদলে যেতে চলেছে পরিবহনের খোলনলচে, ঘণ্টায় ১৮০ কিমি গতিতে দৌড়বে নতুন এই ট্রেন

advertisement

শনিবার সকালে মানসিক ভারসাম্যহীন এক যুবক গড়বাড়ি এলাকার একটি উঁচু ল্যাম্পপোস্টে উঠে পড়ে। দীর্ঘ সময় ধরে সে সেই ল্যাম্পপোস্টের ওপর বসে থাকে, সেখানে দাঁড়িয়ে নৃত্যও করতে দেখা যায় তাকে৷ তখন নিচে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ নিচে নেমে আসার জন্য অনুরোধ করলেও,কোনও লাভ হয়নি।

অগত্যা স্থানীয় বাসিন্দারা বিপদের আশঙ্কা বুঝে পুলিশ ও দমকল বাহিনীতে খবর দেয়।তড়িঘড়ি পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মানসিক ভারসাম্যহীন ওই যুবককে নীচে নামানোর চেষ্টা করলে ওই যুবক সোজা উপর থেকে নিচে ঝাঁপ মারে। ঝাঁপ মেরে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে দমকলের কর্মীরা ও পুলিশের লোকেরা ওই ব্যক্তিকে নিয়ে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি৷ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ।

advertisement

হাসপাতালে যুবকের চিকিৎসকরা চিকিৎসা চলছে। সূত্রের খবর মানসিক ভারসাম্যহীন ওই যুবক সুস্থ আছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

 Rahi Haldar

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hoogly News: ইলেকট্রিক পোস্টে উঠে নৃত্য যুবকের, তারপর যা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল