পুলিশের অনুমান যুবক মানসিক ভারসাম্যহীন। অনেকের মতে এই ঘটনা শোলে সিনেমাকেও হার মানায়৷ শোলে সিনেমায় ধর্মেন্দ্র ট্যাঙ্কের ওপর থেকে ঝাঁপ দিতে চেয়েছিল বাসন্তীর জন্য। আর এই যুবক ইলেকট্রিক পোস্টের উপর থেকে ঝাঁপ দিয়েছেন কেন, সেটা অবশ্য তদন্ত সাপেক্ষ বিষয়৷
আরও পড়ুন - New Train: বদলে যেতে চলেছে পরিবহনের খোলনলচে, ঘণ্টায় ১৮০ কিমি গতিতে দৌড়বে নতুন এই ট্রেন
advertisement
শনিবার সকালে মানসিক ভারসাম্যহীন এক যুবক গড়বাড়ি এলাকার একটি উঁচু ল্যাম্পপোস্টে উঠে পড়ে। দীর্ঘ সময় ধরে সে সেই ল্যাম্পপোস্টের ওপর বসে থাকে, সেখানে দাঁড়িয়ে নৃত্যও করতে দেখা যায় তাকে৷ তখন নিচে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ নিচে নেমে আসার জন্য অনুরোধ করলেও,কোনও লাভ হয়নি।
অগত্যা স্থানীয় বাসিন্দারা বিপদের আশঙ্কা বুঝে পুলিশ ও দমকল বাহিনীতে খবর দেয়।তড়িঘড়ি পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মানসিক ভারসাম্যহীন ওই যুবককে নীচে নামানোর চেষ্টা করলে ওই যুবক সোজা উপর থেকে নিচে ঝাঁপ মারে। ঝাঁপ মেরে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে দমকলের কর্মীরা ও পুলিশের লোকেরা ওই ব্যক্তিকে নিয়ে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি৷ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ।
হাসপাতালে যুবকের চিকিৎসকরা চিকিৎসা চলছে। সূত্রের খবর মানসিক ভারসাম্যহীন ওই যুবক সুস্থ আছেন।
Rahi Haldar