হুগলির উত্তরপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া মডেল স্কুলের কাছে ধ্রুবেশ শিশু উদ্যান রয়েছে। বিপ্লবী ধ্রুবেশ চন্দ্র চট্টোপাধ্যায়ের নামে নামাঙ্কিত এই পার্ক। সেখানেই এবার তৈরি হবে উত্তরপাড়া পৌরসভা পরিচালিত চিকিৎসা কেন্দ্র। এই নিয়েই সমস্যা স্থানীয়দের। এই চিকিৎসা কেন্দ্র তৈরি করা নিয়েই প্রতিবাদে সোচ্চার হয়েছেন তাঁরা।
advertisement
স্থানীয়দের দাবি, ছোট্ট এই শিশু উদ্যানে কয়েক দশক ধরে খেলাধূলা করে কচিকাঁচারা। ঘনবসতিপূর্ণ এলাকায় এই একটি মাত্র শিশুদের খেলার মাঠ রয়েছে। এখানে নির্মাণকাজ হলে এলাকার পরিবেশ নষ্ট হবে।
এই দাবিতে এদিন এলাকার নাগরিকরা একত্রিত হয়ে হাতে পোস্টার নিয়ে প্রতিবাদ সভা করেন। চিকিৎসা কেন্দ্র তৈরির কাজ বন্ধের দাবিতে স্থানীয় লোকজন স্বাক্ষর দেন। তাঁদের দাবি, এলাকার এই শিশু উদ্যানকে নষ্ট করে চিকিৎসা কেন্দ্র তৈরি করা যাবে না।
