North 24 Parganas News: ডাকাতির উদ্দেশে দুষ্কৃতীদের জমায়েত! গোপন সূত্রে খবর পেয়ে হানা দিল পুলিশ, নগদ-ধারালো অস্ত্র সহ পাকড়াও ৫

Last Updated:

North 24 Parganas News: বিগত কয়েকদিনে রাজ্যের নানা জেলায় ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া দুষ্কৃতীদের ধরেছে পুলিশ। কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর এবং হুগলিতে কয়েকজনকে পাকড়াও করেন উর্দিধারীরা। এবার মাটিয়া থেকে ধরা পড়লেন ৫ জন।

মাটিয়া থানা
মাটিয়া থানা
মাটিয়া, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলমঃ ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিলেন ৫ জন দুষ্কৃতী। কিন্তু শেষ পর্যন্ত সেই উদ্দেশ্য সফল হল না। তার আগেই পুলিশের জালে ধরা পড়লেন তাঁরা। উত্তর ২৪ পরগনা জেলার মাটিয়ায় ঘটনাটি ঘটেছে।
মাটিয়া থানার ঘোড়ারাস কুলীনগ্রাম গ্রাম পঞ্চায়েতের ঘোড়ারাস এলাকা থেকে এই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ডাকিতের উদ্দেশে তাঁরা জড়ো হয়েছিলেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। গোপন সূত্রে এই বিষয়ে খবর পেয়ে হানা দিয়ে ৫ দুষ্কৃতীকে পাকড়াও করেন তাঁরা।
আরও পড়ুনঃ হাওড়ায় জমাটি ফুটবল ম্যাচ! ভারতের যুব দলকে হারিয়ে বিজয়ী গ্রামের টিম, আনন্দে আত্মহারা গঙ্গাধরপুরবাসী
এই ৫ জনের কাছ থেকে উদ্ধার হয়েছে আড়াই লক্ষ টাকা নগদ। সেই সঙ্গেই রড, দাঁ, ভোজালি সহ বেশ কিছু ধারালো অস্ত্রও পাওয়া গিয়েছে। এছাড়া উদ্ধার হয়েছে ডাকাতির একাধিক সরঞ্জাম।
advertisement
advertisement
বিগত কয়েকদিনে রাজ্যের নানা জেলায় ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া দুষ্কৃতীদের ধরেছে পুলিশ। কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর এবং হুগলিতে কয়েকজনকে পাকড়াও করেন উর্দিধারীরা। এবার মাটিয়া থেকে ধরা পড়লেন ৫ জন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালাতেই মেলে সাফল্য। ধৃতদের কাছ থেকে আড়াই লক্ষ টাকা নগদ, বেশ কিছু ধারালো অস্ত্র সহ ডাকাতির একাধিক সরঞ্জাম উদ্ধার হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ডাকাতির উদ্দেশে দুষ্কৃতীদের জমায়েত! গোপন সূত্রে খবর পেয়ে হানা দিল পুলিশ, নগদ-ধারালো অস্ত্র সহ পাকড়াও ৫
Next Article
advertisement
Purba Bardhaman News: লক্ষ লক্ষ টাকার ধান পুড়ে ছাই! দুর্ঘটনা না প্রতিশোধ, মেমারিতে ছড়াল আতঙ্ক
লক্ষ লক্ষ টাকার ধান পুড়ে ছাই! দুর্ঘটনা না প্রতিশোধ, মেমারিতে ছড়াল আতঙ্ক
  • মেমারির মহেশডাঙায় ধানের পালুইয়ে আগুন। দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ালো এলাকা।মেমারি থানার অধীনে মহেশডাঙা ক্যাম্প বাজার সংলগ্ন এলাকায় শনিবার সকালে বড়সড় আগুন লাগার ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়াল।

VIEW MORE
advertisement
advertisement