সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা জবার প্রাকৃতিক ৬৭৯ টি প্রজাতির মধ্যে নানাবিধ পরাগমিলন ঘটিয়ে ২২ হাজারের বেশী নতুন ধরনের জবা ফুলের মধ্যে ৩০ ধরনের বিভিন্ন প্রজাতির জবা ফুল ফুটিয়েছে। বেঙ্গল সানরাইজ, ডান্সিংং কুইন, বেঙ্গল লুটাসিয়া, ডার্ক মাদার টাচ সিঙ্গুর সহ বিভিন্ন নামের জবা ফুলের জন্ম দিয়েছে সিঙ্গুরের বাড়ির ছাদ বাগানে।
আরও পড়ুন: ঝড়ের নাম অ্যান্ড্রু সাইমন্ডস! করেছিলেন এমন এক রেকর্ড, অক্ষত ছিল ২০ বছর!
advertisement
ইতিমধ্যেই দীপের ঝুলিতে রয়েছে ইন্টারন্যাশেনাল হিবিসকাস সোসাইটির পদক, ইন্ডিয়া বুক অব রেকর্ডস। সম্প্রতি গোল্ড প্লেটেড মেডেল সহ অশোক স্তম্ভের ট্রফি সহ Best Young Achiever's Award -2022. সার্টিফিকেট অর্জন করেছে সে। এছাড়াও ২০২১ সালে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে জবার উপর লেখা বই 'টেক্সটবুক অন ফ্লোরিকালচার' প্রকাশিত হয়েছে।
শনিবার বিকালে হাওড়া বোটানিক্যাল গার্ডেনের বিজ্ঞান বিভাগের গবেষক তথা অতিরিক্ত আধিকারিক ডঃ দেবেন্দ্র সিং সহ তিনজনের প্রতিনিধি দল সিঙ্গুরে দীপের বাড়িতে আসেন। বাড়ির ছাদ বাগানে ঘুরে দেখে বলেন, দীপের জন্য বোটানিক্যাল গার্ডেনে নির্দিষ্ট জায়গা তৈরি করা হয়েছে। যেখানে দীপের তৈরি আরও ভিন্ন প্রজাতির জবাফুলের পরীক্ষাগার তৈরি করা হচ্ছে। সেই পরীক্ষাগারে বহু দর্শনার্থী সহ উদ্ভিদবিজ্ঞানের গবেষকরা এসে বিভিন্ন প্রজাতির জবা ফুল দেখবে। বিশেষ করে, প্রতিদিন ভোরে বি গার্ডেনে মর্নিং ওয়াকে আসা ৬০০০ হাজারের বেশি মানুষ দীপের তৈরি বাহারি জবা ফুল দেখে মুগ্ধ হবে।
