জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে ভোররাতে এই অভিযান চালায় সিঙ্গুর থানার পুলিশ। বৈদ্যবাটি-তারকেশ্বর রোডের নসিবপুর এলাকায় একটি চারচাকা গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গাড়িতে থাকা আরও দু’জন দুষ্কৃতী পালিয়ে যায়।
advertisement
ধৃতদের নাম রাজকুমার মাহাতো, বিশাল কুমার, গুলশান কুমার এবং রাকেশ কুমার। তাঁদের প্রত্যেকের বাড়ি বিহারে। ধৃতদের কাছ থেকে দু’টি ওয়ান সাটার রিভলবার, দুই রাউন্ড কার্তুজ, একটি ছুরি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। ইতিমধ্যেই চারচাকা গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই সঙ্গেই আগ্নেয়াস্ত্র সহ তাঁরা কেন পশ্চিমবঙ্গে এসেছিলেন সেকথাও জানা গিয়েছে।
পুলিশের জেরায় ধৃতরা জানিয়েছে, ডাকাতির উদ্দেশে বিহার থেকে এই রাজ্যে এসেছিলেন। তাঁদের বিরুদ্ধে এর আগেও একাধিক দুষ্কৃতীমূলক কাজের অভিযোগ রয়েছে। ওই ৪ জনের পুলিশ হেফাজত চেয়ে চন্দননগর মহকুমা আদালতে পাঠায় সিঙ্গুর থানার পুলিশ।
