এটিএম-এর পাশেই থাকেন পশুপতি মাহাতো। তিনি বলেন, ”রাত একটা নাগাদ খুব জোরে ইট ভাঙার আওয়াজ হচ্ছিল। কুকুর ডাকছিল। স্থানীয় একজন দেখে এটিএম-এর ভিতর কেউ আছে। আওয়াজ দিতেই সে ছুটে পালিয়ে যায়।” চন্দননগর পুলিশের ডিসিপি অলকানন্দা ভাওয়াল, এসিপি সুমন বন্দ্যোপাধ্যায়, আইসি ভদ্রেশ্বর ঘটনাস্থলে আসেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, একজনই ছিল এই ঘটনায়। তার সঙ্গে ব্যাঙ্কের কোনও সমস্যা হয়েছিল নাকি এটিএম-এ টাকা তুলতে গিয়ে কোনও সমস্যা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
এই বিষয়ে ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার অভিসেত কুমার সিং বলেন, ঘটনার খবর জানতে পেরে তারা এটিএম পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তারা দেখতে পান এটিএম-এর বাইরের অংশ ভাঙা। তবে দুষ্কৃতী একেবারে এটিএম-এর ভল্ট পর্যন্ত ভেঙে পৌঁছাতে পারেনি। তাদের প্রাথমিক অনুমান, এটিএম ভেঙে টাকা পয়সা লুট করার চেষ্টা চললেও এটিএম মেশিনটি খালি ভাঙা হয়েছে। সিসিটিভি ফুটেজে একজন কালো মাস্ক পরা ব্যক্তিকে লক্ষ্য করা গিয়েছে। পুলিশ এসে গোটা জায়গা সিল করে দিয়ে গিয়েছে।
—- রাহী হালদার





