TRENDING:

স্যুট-বুট পরে চারচাকা গাড়ি নিয়ে চুরি! হাওয়া হয়ে যাচ্ছে...! কোন্নগরে তাজ্জব কাণ্ড

Last Updated:

Hooghly News: সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই চুরির দৃশ্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোন্নগর, হুগলি, রানা কর্মকারঃ রাতের অন্ধকারে দামি চারচাকা গাড়ি করে মুদিখানা দোকানের সামনে থেকে নুনের বস্তা চুরি। সেই বস্তা গাড়িতে তুলে পালিয়ে যাচ্ছে স্যুটেড বুটেড চোর! সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই নুন চুরির দৃশ্য। হুগলির কোন্নগর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দন মন্ডলের দাবি, ভিডিওয় যাকে দেখা যাচ্ছে সেই ব্যাক্তি তাঁর ওয়ার্ডের ডাক্তারপুকুর এলাকার বাসিন্দা দীপক দত্ত। এর সঙ্গে জড়িত রয়েছেন সুজয় দে ও অজয় দে নামে আরও দুই ব্যক্তি। অভিযুক্তরা পলাতক।
চারচাকা গাড়ি নিয়ে নুন চুরি
চারচাকা গাড়ি নিয়ে নুন চুরি
advertisement

গত ২০ অগাস্ট বর্ধমানের কালনা এলাকায় একটি মুদিখানার দোকানের সামনে রাখা নুনের বস্তা রাতের অন্ধকারে গাড়িতে করে নিয়ে পালিয়ে গিয়েছিল চোরের দল। সিসিটিভি ফুটেজের সেই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল।

আরও পড়ুনঃ ভেঙেছে বাঁশের সাঁকো, নিয়ে যাওয়া গেল না হাসপাতাল! বাড়িতেই মর্মান্তিক পরিণতি অসুস্থ রোগীর

চলতি মাসের গোড়ার দিকে কোন্নগর দু’নম্বর কলোনি বাজার এলাকার একটি মুদি দোকানের সামনে থেকেও নুনের বস্তা চুরি হয়ে যায়। সেই ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়ায় উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। পরবর্তী সময়ে বাজার কমিটির কাছে মুচলেখা দিয়ে নিস্তার পান তাঁরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কাউন্সিলরের অভিযোগ, তাঁর বাড়ির সামনে বেশ কিছু নুনের বস্তা পড়ে থাকতে দেখা গিয়েছে। গোটা বিষয়টি নিয়ে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে দোষীদের কড়া শাস্তি দেওয়া হোক। কোন্নগরের দু’নম্বর কলোনির মুদি দোকানের মালিক তপন সাহা জানান, সেই সময় চুরির ঘটনা ধরা পড়তেই বিষয়টি নিয়ে আপসে মীমাংসা করে নেওয়া হয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্যুট-বুট পরে চারচাকা গাড়ি নিয়ে চুরি! হাওয়া হয়ে যাচ্ছে...! কোন্নগরে তাজ্জব কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল