গত ২০ অগাস্ট বর্ধমানের কালনা এলাকায় একটি মুদিখানার দোকানের সামনে রাখা নুনের বস্তা রাতের অন্ধকারে গাড়িতে করে নিয়ে পালিয়ে গিয়েছিল চোরের দল। সিসিটিভি ফুটেজের সেই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল।
আরও পড়ুনঃ ভেঙেছে বাঁশের সাঁকো, নিয়ে যাওয়া গেল না হাসপাতাল! বাড়িতেই মর্মান্তিক পরিণতি অসুস্থ রোগীর
চলতি মাসের গোড়ার দিকে কোন্নগর দু’নম্বর কলোনি বাজার এলাকার একটি মুদি দোকানের সামনে থেকেও নুনের বস্তা চুরি হয়ে যায়। সেই ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়ায় উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। পরবর্তী সময়ে বাজার কমিটির কাছে মুচলেখা দিয়ে নিস্তার পান তাঁরা।
advertisement
কাউন্সিলরের অভিযোগ, তাঁর বাড়ির সামনে বেশ কিছু নুনের বস্তা পড়ে থাকতে দেখা গিয়েছে। গোটা বিষয়টি নিয়ে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে দোষীদের কড়া শাস্তি দেওয়া হোক। কোন্নগরের দু’নম্বর কলোনির মুদি দোকানের মালিক তপন সাহা জানান, সেই সময় চুরির ঘটনা ধরা পড়তেই বিষয়টি নিয়ে আপসে মীমাংসা করে নেওয়া হয়েছিল।