আবারও চুরির ঘটনা ঘটল উত্তরপাড়া পৌরসভার অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডে। সাত নম্বরে ওয়ার্ড এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সরকারের বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে বাড়ির পেছন দিকে দরজা ভেঙে ভেতরে ঢুকে আছে চোরের দল। আলমারি ভাঙে এবং গোটা বাড়ি তছনছ করে বলে অভিযোগ। বেশ কিছু নগদ টাকা-সহ মূল্যবান কিছু সামগ্রী চুরি গেছে বলে অভিযোগ বাড়ি বাসিন্দাদের।
advertisement
আরও পড়ুন: হুগলিতে বাড়ল তাপমাত্রা! শীতের আমেজে সামান্য ভাটা, আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস দিল দফতর
এলাকার বাসিন্দাদের ক্ষোভ রাতে পুলিশি টহল সেভাবে চোখে পড়ে না। সেই সুযোগে চোরেরা হাতসাফাই করে চম্পট দেয়। যদিও এর আগে একাধিকবার বেশ কিছু চোরকে গ্রেফতার এবং চুরি যাওয়া কিছু সামগ্রী উদ্ধার করেছিল উত্তরপাড়া থানার পুলিশ। কিন্তু তাতেও কোনওভাবে চুরির ঘটনা থামানো যাচ্ছে না। মাঝে কিছুদিন বন্ধ থাকলেও শীত জাঁকিয়ে পড়তেই আবারও চুরির ঘটনা বাড়তে শুরু করেছে উত্তরপাড়া থানায় এলাকায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিগত দিনে প্রতিটি এলাকায় রাতে ক্লাবগুলির উদ্যোগে রাত পাহারার ব্যবস্থা ছিল। কিছু বাসিন্দার অভিমত আবারও ক্লাবগুলি সমন্বয় সমিতি বানিয়ে এলাকায় এলাকায় রাত পাহারার ব্যবস্থা চালু করুক। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ফাঁকা বাড়ি রেখে তারা যেন বেশি সময় বাইরে না থাকেন, অথবা বাড়ি ফাঁকা রেখে কোথাও কিছুদিনের জন্য যেতে হলে বিষয়টি যেন থানায় জানিয়ে যায়। যদিও পুলিশ জানিয়েছে, “আমরা ঘটনার তদন্ত শুরু করছি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করে দেখা হচ্ছে।”






