জ্যোতিষ্কর বন্ধুবান্ধবরা ঘটনার খবর পেয়ে ছুটে এলে তাদেরকেও আক্রমণ করে সঞ্জয় এবং তার সঙ্গে থাকা অন্য দুই দুষ্কৃতী। মারধরের ফলে মোট পাঁচজন যুবকের মাথায় মুখে কানে আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাদের উত্তরপাড়ার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার করা হলেও দুই যুবকের মাথায় আঘাত গুরুতর। তাদের সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা।
advertisement
আরও পড়ুন: গঙ্গার বুকে ঘন কুয়াশা, পারদও নেমেছে অনেকটাই, কেমন থাকবে হুগলির আবহাওয়া জানালো দফতর
স্থানীয় সূত্রে খবর সঞ্জয় দাসের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি সে জামিনে ছাড়া পেয়ে এলাকায় ফেরে তারপরেই আবারও এলাকায় সন্ধ্যা হলেই মদ্যপ অবস্থায় দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ আহত যুবকদের পরিবারের লোকজনের। গোটা ঘটনায় উত্তরপাড়া থানায় অভিযোগ জানানো হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উত্তরপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ দাস জানান, গতকাল রাতে তার এলাকার কয়েকজন যুবককে সঞ্জয় দাস নামে দুষ্কৃতী মদ্যপ অবস্থায় ইট পাথর দিয়ে আক্রমণ করে। উত্তরপাড়ার মতো শান্তিপূর্ণ জায়গায় এই ধরনের দুষ্কৃতীমূলক আক্রমণের ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।






