সোমনাথ ঘোষ, চাঁপদানি: পাওনাদারের টাকা শোধ করতে না পেরে স্ত্রী ও মেয়েকে বিষ খাইয়ে স্বামীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে হুগলির চাঁপদানি এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম মহঃ কেয়ামুদ্দিন (৪০), স্ত্রী মমতাজ পারভিন (৩২) ও মেয়ে আফসা (৮)।
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান স্ত্রী ও মেয়েকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করেছে কেয়ামুদ্দিন। চাঁপদানির এ্যাঙ্গাস এলাকার চন্দনপাড়ার বাসিন্দা মহঃ কেয়ামুদ্দিন, তাঁর স্ত্রী ও মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করে ভদ্রেশ্বর থানার পুলিশ। ঘরের দরজা ভেঙে পুলিশ তিনজনের মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।
জানা গিয়েছে, কেয়ামুদ্দিন ব্যারাকপুর আদালতে মুহুরির কাছে কাজ করতেন। বাজারে অনেক টাকা ধার দেনা হওয়ায় বাবাকে জমি বিক্রির কথা বলেছিলেন। কেয়ামুদ্দিনের বাবা ও মা দুজনেই পক্ষাঘাতে পঙ্গু। যে ঘর থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে, সেই ঘরের দেওয়ালে নিজের পরিবারেরই সাত জনের নাম লিখে গিয়েছেন কেয়ামুদ্দিন। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
