TRENDING:

Viral News: গোখরোকে কামড়ে ঘায়েল করল ছুঁচো! হুগলিতে দুই প্রাণীর তুমুল লড়াই, ভাইরাল ভিডিও

Last Updated:

Viral News: সাপ-বেজির লড়াই হামেশাই দেখা যায়। সে নিয়ে অনেক কাহিনীও আছে।প্রকৃতির এই চিরন্তন শত্রুতা মান্যতা পেয়েছে।সাপে নেউলে সম্পর্ক হিসাবে।কারো সঙ্গে শত্রুতা বোঝাতে এই শব্দ বন্ধ ব্যবহার করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমনাথ ঘোষ, পান্ডুয়া: বিষধর গোখরোকে কামড়ে নিস্তেজ করল ছুঁচো! দুই প্রাণীর দারুন লড়াই এর ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। সাপ-বেজির লড়াই হামেশাই দেখা যায়। সে নিয়ে অনেক কাহিনীও আছে।প্রকৃতির এই চিরন্তন শত্রুতা মান্যতা পেয়েছে।সাপে নেউলে সম্পর্ক হিসাবে।কারো সঙ্গে শত্রুতা বোঝাতে এই শব্দ বন্ধ ব্যবহার করা হয়।
News18
News18
advertisement

আরও পড়ুনঃ হার্ট অ্যাটাকের ‘গোল্ডেন আওয়ারে’ জীবন বাঁচাতে পারে তিন গুরুত্বপূর্ণ ওষুধ! চিকিৎসকের বিশেষ পরামর্শ

তবে এ লড়াই সাপ বেজির নয়,বিষধর গোখরো আর ছুঁচোর লড়াই।কাউকে খাটো করতে ছুঁচো বলা হয়।তবে এ ছুঁচো মোটেও খাটো নয়।সাপের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করছে। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। হুগলির পান্ডুয়ার বাসিন্দা মাধব ঘোষ। তিনি প্রতিদিনই পান্ডুয়া হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি চায়ের দোকানে চা খেতে যান।পাশেই একটি মাঠে তিনি দেখতে পান প্রায় দুই ফুট লম্বা বিষধর গোখরো সাপের সঙ্গে ছুঁচোর তুমুল লড়াই চলছে। ১ মিনিট ৩৫ সেকেন্ডের সেই ভিডিও মাধব বাবু তুলে ধরেছেন তার ফেসবুক ওয়ালে। লড়াইয়ের ময়দানে কেউ কাউকেই এক ইঞ্চি জমি ছাড়তে রাজি না। গোখরোটি যতবার ফণা তুলে রুখে দাঁড়াতে চাইছে তখনই ছুঁচো এসে বারবার সাপের পিঠে ও মুখে কামর বসিয়ে আক্রমণ করছে।তারপর আস্তে আস্তে সাপটা নিস্তেজ হতে শুরু করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বক্সা জঙ্গলের মহাকাল সাফারির সময় পরিবর্তন! গাইড থেকে পর্যটক, সকলেই চিন্তিত
আরও দেখুন

মাধব জানান , চা খেতে গিয়ে এই দৃশ্যটা একটি মাঠের মধ্যে দেখতে পাই। অনুমান কোন কারণে গোখরো সাপটি ছুঁচোর বাচ্চা গিলে নিয়েছিল। সাপের পেটটা ফোলা লাগছিল। হয়তো সেই কারণেই রেগে গিয়ে বারবার সাপটাকে আক্রমণ করছিল ছুঁচো। তবে এমন দৃশ্য আমরা আগে কখনো দেখিনি। সাপে নেউলের যুদ্ধ দেখেছি। কিন্তু এভাবে সাপ আর ছুঁচোর লড়াই দেখিনি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: গোখরোকে কামড়ে ঘায়েল করল ছুঁচো! হুগলিতে দুই প্রাণীর তুমুল লড়াই, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল