আরও পড়ুন: শহরের মাঝে পুকুর হয়ে গেল ডাস্টবিন! গোটাটা জানলে ভিড়মি খাবেন
চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির নিয়ন্ত্রনে রয়েছে ১৭৭ টি পুজো।তার মধ্যে চন্দননগর থানায় ১৩৩ ভদ্রেশ্বরে হয় ৪৪ টি পুজো। এবার ৬ টি পুজো তাদের জুবিলি উদযাপন করছ।৬২ টি পুজো শোভাযাত্রায় অংশ নেবে।তাদের জন্য ২৩০ টি লরি থাকবে। ১৭ টি ঘাটে হবে প্রতিমা নিরঞ্জন। কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সম্পাদক শুভজিৎ সাউ এই বিষয়ে জানিয়েছেন, চন্দননগরের ঐতিহ্যশালি জগদ্ধাত্রী পুজো সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।
advertisement
জগদ্ধাত্রী পুজোয় পুলিশ প্রশাসন যেমন থাকবে প্রত্যেক পুজো কমিটির নিজস্ব ভলেন্টিয়ার থাকবে, এমনকি নিজস্ব নিরাপত্তা রক্ষী থাকবে। নজরদারি চলবে সিসি টিভি ক্যামেরায়।কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির দাবী, এবার জগদ্ধাত্রী পুজো হবে পরিবেশ বান্ধব। প্লাস্টিক থার্মোকল ব্যবহারে নিষেধ করা হয়েছে। মায়ের ভোগ মাটির সরায় দিতে বলা হয়েছে। ডিজে শব্দ বাজি ব্যবহার করা যাবে না।
রাহী হালদার